- অধিকাংশ স্টোরেজ ডিভাইস হতে মুছে ফেলা ফাইল উদ্ধার করতে পারবেন।
- রিসাইকেল বিন হতে মুছে ফেলা কোন ফাইলও পুনরউদ্ধার করতে পারবেন।
- ক্ষতিগ্রস্ত পার্টিশন এবং ভাইরাস আক্রান্ত ফাইলও এর মাধ্যমে উদ্ধার করতে পারবেন।
- কোন ফাইল না বলে আপনার কম্পিউটার হতে উধাও! সেটা্ও এই সফটওয়ার এর মাধ্যমে উদ্ধার করতে পারবেন।
Infotech Ad Top new
Infotech ad post page Top

ইনেফোটেকলাইফ.কম এর পক্ষ থেকে পাঠক ও শুভানুধ্যায়ীদের জানাই এই বর্ষায় একরাশ কদম ফুলের শুভেচ্ছা। আশাকরি ভাল আছেন। আমাদের চারপাশ টা যেন কেমন হয়ে যাচ্ছে। কালের গর্ভে আমরা আর আমাদের স্মৃতিও যেন হারিয়ে যাচ্ছে। আজ যে মানুষটা আমার চেনা, কাল সে অতি কাছের মানুষটা বড় অচেনা। চেনা অচেনার আবর্তে আমরা সবাই যেন ঘুরপাক খাচ্ছি। কখনো আমরা মানুষ, প্রয়োজনে অচেনা মানুষটির স্মৃতি মন্থন করে বের করি আনি। হাজির করি আমাদের মনের দ্বার গোড়ায়। কিন্তু কম্পিউটার! সে তো আর মানুষ নয়, সে কি করে তার হারানো মুছে যাওয়া স্মৃতি ফিরে পেতে পারে? কি ভাবছেন মশাই? আরে এখানেই মানুষ থেকে কম্পিউটারের তফাৎ। তা না হলে তো মহান আল্লাহ তা-আলা বলেই দিতেন একদা মানুষের তৈরী কম্পিউটার সারা পৃথিবীর সমস্ত কিছু নিয়ন্ত্রন করবে। হ্যাঁ পাঠকগন, কম্পিউটার সারা পৃথিবীর সমস্ত কাজ কর্ম নিয়ন্ত্রন করলেও এর চালক কিন্তু আশরাফূল মাখলুকাত এই মানুষ। আমরা যে আদেশ টুকু এর ভেতর দিয়ে দিই তার বাইরে যাওয়ার ক্ষমতা এর নেই। এখানেই লুকিয়ে রয়েছে এই আল্লা্হর সৃষ্টি মানুষের মাহত্ব। হ্যা আমরা কম্পিউটার চালাতে গিয়ে জেনে হউক আর না জেনে হউক, বুঝে হউক আর না বুঝে হউক অনেক সময় অনেক কিছু মুছে ফেলি বা ডিলিট হয়ে যায়। কিন্তু পরক্ষণে আবার যখন সেটি দরকার হয় তথন হাজারো রকম প্রচেষ্টা চালাই সেটিকে উদ্ধার করার জন্য। সে টি যদি রিসাইকেল বিন হতে মুছা হয়ে যায় তাহলে তো আর কথায় নেই। চলে গেছে খরচের খাতায়! তখন কি করবেন? দেওয়ালে মাথা কুটা ছাড়া আর বোধয় কোন উপায় নেই। কে বলেছে উপায় নেই! এখানেই মানুষেরে শ্রেষ্ঠত্ব। মানুষ যদি তার নিজের স্মৃতি মন্থন করে তা আবার পুনরদ্ধার করতে পারে, তার সৃষ্টি কম্পিউটার হতে হারিয়ে যাওয়া স্মৃতি উদ্ধার করতে পারবে না! অবশ্যই পারবে। কিভাবে? আসুন আজ আমরা সেই কৌশল নিয়ে কথা বলব। এই হারানো স্মৃতি ফেরানোর কাজটা করতে পারে একটি ছোট্ট সফটওয়ার যার নাম iCare Data Recovery। এটি একটি অত্যন্ত কাজের সফট্ যারা এই টুলস টি ব্যবহার করেছেন তারা শুনা মাত্রই স্বীকার করে নেবেন। এই সফটি কত কাজের! আসুন তাহলে জানি এই ডাটা রিকভারি সফট সম্পর্কে।
এদিয়ে আপনি-
সফটওয়ারটি ইন্সটল করে রান করলে আপনি নিচের মত একটি ইন্টারফেস দেথতে পাবেন। কী এর ইন্টারফেসটা দেখতে সুন্দর না? তার থেকেও সুন্দর এর কাজ।
এখন যে ডাইভের ফাইল রিকোভার বা রিস্টোর করতে চান সেটি সিলেক্ট করে Recover বাটনে ক্লিক করুন।
দেখুন আপনার রিস্টোর বা রিকোভার প্রসেস আরম্ভ হয়ে গেছে। এখন আপনার ড্রাইভের আকার অনুযায়ী আনুপাতিক সময় অপেক্ষা করতে হবে। অপেক্ষার পালা শেষ হলে নীচের মত উইন্ডো দেখতে পাবেন্।
এই বার আর কোন ভুল নয়, নয় কোন মুছে ফেলা বা ডিলিট করা। এখন থেকে আাবার কোন ফাইল মুছে ফেলার আগে অন্তত দু’বার ভাববেন। উপরের চিত্রের মত করে আপনার যে ফাইল বা ফাইলসমুহ উদ্ধার করতে চান তা সিলেক্ট করুন আর আপনার পছন্দ অনুযায়ী লোকেশনে সেইভ করুন। তো মশাই অনেক বক্ বক করলাম। আপনারা বুঝলেই আমার স্বার্থকতা। নামিয়ে নিন নিচের ডাউনলোড বাটন হতে আপনার সাধের সফটওয়ারটি।
ডাউনলোড শেষ হলে। জিপ বা রার্ ফাইলটি খুলন এর মধ্যে iCaredr.exe নামে একটি সফট্ওয়ার দেখতে পাবেন। সেটি সাধারন সফটওয়ারের মত ইনস্টল করে ফেলুন। আপনার ই্ন্টারনেট কানেকশন অফ করে নিন। এবার সফটটি রানিং অবস্থায় থাকলে তা ক্লোজ করে নিন। আশা কিভাবে করবেন সেটি আর বলে দিতে হবে না। আর সেই জিপ বা রার্ ফাইলটিতে আরও দুটি ফাইল আছে। তার মধ্যে READ ME.txt নামে একটি নোট প্যাড ফাইল ও REG KEY নামে একটি ফোল্ডার আছে। প্রথমে READ ME.txt টি ভালভাবে পড়ে কিভাবে এই সফটি ফুল ভারসন করতে হবে তা জেনে নিন। তার পর REG KEY নামক ফোল্ডারটি খুলুন এর মধ্যে থাকা iCare-MESMERiZE.reg রেজিস্ট্রি ফাইলটি সিলেক্ট করুন এবং আপনা কি বোর্ড হতে Ctrl+C একসাতে চাপুন। সফটি ইনস্টল করার পর এর একটি শর্টকাট আপনার কিম্পিউটারের ডেস্কটপে দেখতে পাবেন। এখান হতে নীচের চিত্রের মত করে।
মাউসের ডান বাটনে ক্লিক করে Open file location সিলেক্ট করুন। সাথে সাথে আপনি সি-ড্রাইভে অর্থাৎ যেখানে আপনার সফটওয়ারটি ইন্সটল করেছেন সেই লোকেশনটি দেখতে পাবেন। এখন এইখানে Cttrl+V চেপে আপনার পুর্বে কপি করা iCare-MESMERiZE.reg ফাইলটি এখানে পেস্ট করুন। দেখতে পাবেন আপনার ফাইলটি এখানে পেস্ট হয়েছে। এখন এই ফাইলটিতে ডাবল ক্লিক করে প্রথমে Yes এবং সবশেষে Ok বাটনে ক্লিক করুন। আপনার কম্পিউটারটি রিস্টার্ট প্রসেস চালু করুন। অভিনন্দন আপনি সুন্দর ভাবে আপনার সফটওয়ারটিকে ফূলভারসন করতে পেরেছেন। এর পরে ও কোন সমস্যা হলে আমি অধম আছি না! নীচে কমেন্ট করুন আর সহায়তা নিন।
Tags
# ডাউনলোড
# সফটওয়্যার
Share This

About Goljar- The Patroblogger
সফটওয়্যার
Infotech Post Bottom Ad New
Author Details
ইনফোটেকলাইফ.কম এর তালিকা ভুক্ত একজন লেখক ও কলামিস্ট।
তাঁর লেখা আপনাদের ভাল লাগলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্টস করে দয়া করে আমাদের উৎসাহিত করবেন। এই ওয়েবসাইটের কোন লেখকের বিরুদ্ধে তাঁর লেখা নিয়ে আপনার কোন অভিযোগ থাকলে আপনি আমাদের অভিযোগ ডেস্ক-এ অভিযোগ করতে পারেন। ইনফোটেকলাইফ.কম কোন লেখকের বিতর্কিত লেখার দায়ভার বহন করেনা। তবে আপনার করা অভিযোগের সত্যতা প্রমানিত হলে উক্ত লেখককে অস্থায়ী কিংবা গুরুতর অভিযোগের ক্ষেত্রে স্থায়ীভাবে নিষিদ্ধ করা হতে পারে। ইনফোটেকলাইফ.কম এর সাথে যুক্ত থাকতে নিচের সামাজিক মাধ্যম গুলোতে Join,Like ও Follow করুন।
তাঁর লেখা আপনাদের ভাল লাগলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্টস করে দয়া করে আমাদের উৎসাহিত করবেন। এই ওয়েবসাইটের কোন লেখকের বিরুদ্ধে তাঁর লেখা নিয়ে আপনার কোন অভিযোগ থাকলে আপনি আমাদের অভিযোগ ডেস্ক-এ অভিযোগ করতে পারেন। ইনফোটেকলাইফ.কম কোন লেখকের বিতর্কিত লেখার দায়ভার বহন করেনা। তবে আপনার করা অভিযোগের সত্যতা প্রমানিত হলে উক্ত লেখককে অস্থায়ী কিংবা গুরুতর অভিযোগের ক্ষেত্রে স্থায়ীভাবে নিষিদ্ধ করা হতে পারে। ইনফোটেকলাইফ.কম এর সাথে যুক্ত থাকতে নিচের সামাজিক মাধ্যম গুলোতে Join,Like ও Follow করুন।
No comments:
Post a Comment