Ξভিডিও টিউনΞ আপনার কম্পিউটার কে বানিয়ে ফেলুন সার্ভার। বোনাস থাকছে! কম্পিউটার স্ক্রিন থেকে চোখ রক্ষা করুন Flux দিয়ে এবং ওয়েব ডিজাইনারদের জন্য কালার পিকার টুল এর ভিডিও টিউন - জীবন গড়ি প্রযুক্তির সুরে ♫

Infotech Ad Top new

Infotech ad post page Top

Ξভিডিও টিউনΞ আপনার কম্পিউটার কে বানিয়ে ফেলুন সার্ভার। বোনাস থাকছে! কম্পিউটার স্ক্রিন থেকে চোখ রক্ষা করুন Flux দিয়ে এবং ওয়েব ডিজাইনারদের জন্য কালার পিকার টুল এর ভিডিও টিউন

Ξভিডিও টিউনΞ আপনার কম্পিউটার কে বানিয়ে ফেলুন সার্ভার। বোনাস থাকছে! কম্পিউটার স্ক্রিন থেকে চোখ রক্ষা করুন Flux দিয়ে এবং ওয়েব ডিজাইনারদের জন্য কালার পিকার টুল এর ভিডিও টিউন

Share This
সুপ্রিয় টিউনার ভাইয়েরা আশা করি সবাই ভালই আছেন আল্লাহর রহমতে। আমি ও কোন রকম দিন কাল অতি বাহিত করছি। অনেক দিন হল আপনাদের মাঝে লেখালেখি নিয়ে হাজির হতে পারিনি। এজন্য আন্তরিক ভাবে দুঃখ প্রকাশ করছি। কথা দিচ্ছি এখন থেকে নিয়মিত হব।
তো আসুন কথা না বাড়িয়ে কাজের কাজে ফিরি। আমরা যারা ওয়েব ডিজাইনের কাজ শিখি এবং করি  তারা সবসময় হয়ত বা একাজটি চালিয়ে যেতে পারি না কারন
  • ইন্টারনেট সেবার উচ্চমূল্য
  • সার্ভার হোস্টিং সমস্যা
  • ইন্টার্নেটের স্লথ গতি
কেমন হত যদি আমরা আমাদের কম্পিউটারটাকে ই সার্ভার (লোকাল) বানিয়ে ফেলতাম । এবং তাতে অফলাইনে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে ও ওয়েব ডিজাইনের কাজ করতে পারতাম তাহলে । খুব মজা হত তাই না । এবিষয়ে আমার পুর্বে টিউন টি যাদের ভাল লেগেছে তাদের জন্য এবার আমি নিয়ে  এলাম আমার নিজের তৈরী করা একটি পুর্নাঙ্গ টিউটোরিয়াল নিয়ে। জানি না আপনাদের কেমন লাগবে। ভাল লাগলেই আমার এ পরিশ্রম সার্থক হবে।
আমরা Xampp নামক সফটওয়ারে কথা হয়ত বা জানি। এটি একটি বান্ডল প্যাকেজ সফটওয়ার যার সাহাযে অতি সহজেই আপনার কম্পউটার কে লোকাল সার্ভার বানাতে পারবেন। সবার স্বার্থে টিউটোরিয়াল টি YOU TUBE এ আপলোড করে দিলাম।  ভাল লাগলে কমেন্টস করতে কার্পণ্য করবে না।

দেখুন তাহলে কিভাবে আপনার কম্পিউটার কে সার্ভার বানিয়ে ফেলবেন


কম্পিউটার স্ক্রিন থেকে চোখ রক্ষা করুন Flux দিয়ে


ওয়েব ডিজাইনারদের জন্য কালার পিকার টুল


ভাল লাগলে দয়া করে টিউমেন্ট করুন।
আমার ব্লগ ঠিকানা: www.patroblogger.blogspot.com

No comments:

Post a Comment

Infotech Post Bottom Ad New

Pages