ডাউনলোড করুন Driver Magician full version, কম্পিউটারের মাদারবোর্ড Driver সব ধরনের solution একজায়গাতেই। - জীবন গড়ি প্রযুক্তির সুরে ♫

Infotech Ad Top new

Infotech ad post page Top

ডাউনলোড করুন Driver Magician full version, কম্পিউটারের মাদারবোর্ড  Driver সব ধরনের  solution একজায়গাতেই।

ডাউনলোড করুন Driver Magician full version, কম্পিউটারের মাদারবোর্ড Driver সব ধরনের solution একজায়গাতেই।

Share This
সাইকে ইনফোটেকলাইফ.কমের পক্ষ থেকে শুভেচ্ছা রইল। আাশা করি সকলে আল্লাহর ইচ্ছায় ভালই আছেন। আজ আপনাদের নিকট একটি অতি জরুরী ও কাজের সফটওয়ার শেয়ার করব বলে পোস্ট লিখতে বসলাম। আমাদের অনেকের যাদের কম্পিউটার বা ল্যাপটপ আছে তারা অনেক সময় মাদারবোর্ড ড্রাইভার নিয়ে বিপাকে পডি কারন এটা অনেক সময় আমাদের সংগ্রহে থাকেনা। ফলে আমরা পড়ে যাই বিপাকে। আবার দেখা যায় ড্রাইভার আছে কিন্ত অনেক দিন হওয়ায় আপডেট না দেওয়ায় আমরা  অনেক সময় অনেক কাজ করতে গেলে মাদারবোর্ড আপডেট দিতে বলে। 

কিন্ত কিভাবে তা সম্ভব। মাদার বোর্ডের আপডেট দিতে হলে তার মডেল জানতে হয় ইন্টারনেটে সার্চ দিতে হয়। এত সব ঝাক্কি-ঝামেলা কি আমরা সহ্য করার ক্ষমতা রাখি। বিশেষ করে এসকল কাজ একজন প্রফেশনাল কম্পিউটার করতে গিয়েই হিম-শিম খান, সেখানে আমরা তো কেরামত আলী! যে খানেই মেরামত করি সেখানেই আটকায়। আজ আমি আপনাদের জন্য এসকল সমস্যার একটি প্যাকেজ সমাধান নিয়ে এসেছি। যার সাহায্যে আপনি যদি একটু (সব জান্তা) শমসের হন তাহলেই পারবেন। হ্যাঁ আমার সম্মানিত পাঠক বর্গ এই মহামূল্যবান সফটওয়ারটির নাম-Driver Magician  যার সাহায্যে আপনি আপনার কাম্পিউটারের মাদারবোর্ড ড্রাইভারের ব্যাক-আপ দেওয়া, পরবর্তীতে তা পুনরুদ্ধার, ড্রাইভার আপডেট এবং প্রয়োজনে ড্রাইভার রিমুভ বা আনইনস্টল করতে পারবেন। এটা আপনার সিস্টেমে ব্যবহৃত সকল হাডওয়ারকে ডিটেক্ট করতে পারে এবং তার ডাইভার অপারেটিং সিস্টেমের হাডডিস্ক থেকে এক্সট্র্যাক্ট করে তার আপনার পছন্দ অনুযায়ী লোকেশনে ব্যাক-আপ করে রাখে তাই প্রয়োজনের সময় আপনি এসকল ব্যাপ-আপ মাত্র এক ক্লিকে আবার ইনস্টল করতে পারবেন। 
এবার আসুন দেখি এর বৈশিষ্ট্যসমুহ কি কি-
  • এটি আপনার ডিভাইস ড্রাইভারকে চারটি মুডে ব্যাক আপদিতে পারে।
  • মাত্র একক্লিকে আপনার ড্রাইভার ব্যাক-আপ রিস্টোর করতে পারে।
  • ইন্টার কানেকশনের মাধ্যমে ডিভা্ইস ড্রাইভার আপডেট করে আপনার কম্পিউটারের পারফর্মেুন্স ও স্থায়ীত্ব নিশ্চিত করে।
  • আপনার প্রয়োজনে আপনি ডিভাইস ড্রাইভার আনইন্সটল করে দিতে পারবেন।
  • এটা আপনার কম্পিউটারের ড্রা্ইভার লাইভ আপডেট দিতে সক্ষম।
  • এটি আপনার অলক্ষ্যে রান হওয়া আন-নোন ডিভাইস ডিটেক্ট করতে পারে।
  • সবচেয়ে বড যে কাজটি করে তা হল অটো-সেটআপ প্যাকেজ(.exe) আকারে এটি আপনার ড্রাইভারের ক্লোন করে রাখে পরবর্তীতে আপনি যাতে ড্রাইভার ম্যাজিসিয়ান (Driver Magician ) ইনস্টল না করেও আপনার ডিভাইস ড্রাইভার ইন্সটল করত পারবেন।

এতক্ষনে নিশ্চয় বুঝে গেছেন এটি কত কাজের কাজী। হ্যা এটি একটি দামি সফটওয়ার, ভয় পাবেন না আপনাকে দাম দিয়ে কিনতে হবে না। দাম দিয়েই যদি কিনবেন তো ইনফোটেক লাইফ.কম আছে কেন আপনাদের পাশে?  আজ আমি আপনাদের এই সফটটি দিলাম পুরোই ফ্রি! তাও আবার  ‍ফুল ভারসন। তো বন্ধরা চিন্তা কী নামিয়ে ফেলুন নিচের ডাউনলোড বাটনে ক্লিক করে। ডাউনলোড করা শেষ হলে প্রথমে .exe এপ্লিকেশনটি ইনস্টল করুন। এর পর আপনার এন্টিভাইরাস ১০ মিনিটের জন্য ডিজএবল করুন। ড্রাইভার ম্যাজিশিয়ান রান করা অবসথায় থাকলে তা ক্লোজ করুন। এবং ক্র্যাক ফা্ইলটি কপি করুন এবং সি ড্রাইভ অর্থাৎ যেখানে আপনি সফটওয়ার টি ইনস্টল করেছেন সেখানে গিয়ে পেস্ট করুন। ব্যাস! আপনার সফটটি এখন ফুল ভারসন হয়ে গেল। কম্পিউটারটি রিস্টার্ট দিয়ে এখন নিশ্চিন্তে ব্যবহার করুন। 

ডাউনলোড লিংক-১

Driver Magician 4.0 with keygen ডাউনলোড করুন
ডাউনলোড লিংক-২


No comments:

Post a Comment

Infotech Post Bottom Ad New

Pages