আপনা কম্পিউটারকে ভাইরাস থেকে মুক্ত রাখুন সারা জীবনের জন্য ! - জীবন গড়ি প্রযুক্তির সুরে ♫

Infotech Ad Top new

Infotech ad post page Top

আপনা কম্পিউটারকে ভাইরাস থেকে মুক্ত রাখুন সারা জীবনের জন্য !

আপনা কম্পিউটারকে ভাইরাস থেকে মুক্ত রাখুন সারা জীবনের জন্য !

Share This
সবাইকে ঈদের শুভেচ্ছা রইল। পারিবারিক ব্যস্ততার কারনে বেশ কিছুদিন লেখার সময় পায়নি্।তাই বলে তোর আর আপনাদের থেকে আমি আলাদা হতে পারিনা। আজ আমি আপনাদের একটি নতুন কিছু উপহার দেব্। জানি না আপনাদের কাছে ব্যাপারটা কেমন হবে। তবে আমার নিকট ব্যাপারটা একটু ভিন্নই মনে হয়েছে। তাই শেয়ার করলাম।
আমরা যারা নেট ব্যবহার করি তারা ভাইরাস শব্দটির সাথে খুবই পরিচিত। কারন এজগতে যারা আমরা বিচরণ করি আমাদের কাছে ভাইরাস তো মাসি-পিসি। চাইলেও এড়িয়ে চলা যা্য় না। আবার অনেকের কম্পিউটারের দোকান আছে যারা তাদের কম্পিউটারে আউটার ডিভাইস প্রতিনিয়তই তাতে সংয়ুক্ত করেন। এর মাধ্যমেও ভাইরাস প্রবেশ করে।এ ভাইরাস ঠেকাতে আমরা কত কিছুইনা করি। আজ এ এন্টি ভাইরাস তো কাল অন্যটি। কোনটিই কাজ করেনা। আবার তাকে প্রতিনিয়তই আপডেট করতে হবে। তা না হলে তাতে কাজ হবে না।এসব কিছু থেকে আজ আমি আপনাদের মুক্তি দেব।প্রথমে Deep Freez নামে এই সফ্টওয়্যারটি এইখান থেকে ডাউনলোড করুন।এরপর আসুন কাজ শুরু করি। প্রথমে আপনা কম্পিউটারে একটি ফ্রেস উইনডোজ ইনসটল করুন। তার পর আপনার কম্পিউটারে আপনি যে সকল সফট প্রগ্রাম রাখতে চান তার সব গুলো ইনসটল করুন।এরপর আপনার কম্পিউটারের যে ড্রাইভে(C Drive) Windows দেওয়া আছে সেটি আপনার কম্পিউটারে ইনস্টল করা যে কোন এন্টিভাইরাস দ্বারা স্ক্যান করেনিন। যাতে কোন ভাইরাস না থাকে।না করলেও সমস্যা নেই।এবার Deep Freez সফটটি ইনস্টল করুন। ইনস্টলের সময় সি ড্রাইভ অর্থাৎ windows Drive এর টিক চিহ্ন টি রেখে বাকীগুলো তুলে দিন।এই কাজটি কিন্তু খুবই জরুরী তা না হলে আপনার ভোগান্তির জন্য কিন্তু আমি দায়ি থাকব না।ব্যস কাজ শেষ।এখন আপনার কম্পিউটারটিতে যতই ভাইরাস প্রবেশ করুক না কেন কম্পিটউটার রি-স্টার্ট করলে আবার পুর্বের অবসথায় ফিরে যাবে।আসলে এটি একটি সুরক্ষা চাদর যার দ্বারা আপনার কম্পিউটার সব সময় থাকবে সুরক্ষিত।এই সফটওয়্যারটির দুটি সুবিধা আছে।
১। আপনার কম্পিউটারটি সুরক্ষিত থাকবে।
২। সকল সফটওয়্যার তা ট্রায়াল ভারসন হলেও আজিবন ব্যবহার করতে পারবেন।
৩।কাজের প্রয়োজনে আমরা অস্থায়ীভাবে যেসব সফট্ ইনসটল করি তা আন-ইনসটলের কোন ঝামেলা থাকে না। কম্পিউটার রি-স্টার্ট দিলেই তা অটো আন-ইনসটল হয়ে যায়।
তবে স্থায়ীভাবে কোন সফ্টওয়ার ইনসটল করতে চাইলৈ সে ক্ষেত্রে আপনাকে নীচের কাজগুলো করতে হবে।
 
১।  shift key চেপে ধরে টাস্ক বারে ডানে থাকা Deep Freez আইকনের উপর ডাবল ক্লিক করুন। 

 
 ইনসটলের সময় পাসওয়ার্ড দিয়ে থাকলে তা বসিয়ে ok করুন।নীচের উইন্ডোটি দেখতে পাবেন।


২। Boot thawed সিলেক্ট করুন।এরপর Apply and reboot এ ক্লিক করুন।কম্পিউটার রিস্টার্ট করতে কিছুক্ষন বাদে ok করুন।সফটওয়ারের ইনসটল শেষে পুর্বের ন্যায় করে boot frozen সিলেক্ট করে ok করুন।পুনরায় রিস্টা্র্ট করুন।ব্যস কাজ শেষ।

No comments:

Post a Comment

Infotech Post Bottom Ad New

Pages