ক্যানসার প্রতিরোধে গাঁজা ( Cannabis Plant) উদ্ভিদের অভুতপুর্ব সাফল্য ! শুনুন বিজ্ঞানীদের ব্যাখ্যা গাঁজা কিভাবে ক্যানসার সেল ধ্বংস করে। - জীবন গড়ি প্রযুক্তির সুরে ♫

Infotech Ad Top new

Infotech ad post page Top

ক্যানসার প্রতিরোধে গাঁজা ( Cannabis Plant) উদ্ভিদের অভুতপুর্ব সাফল্য ! শুনুন বিজ্ঞানীদের ব্যাখ্যা গাঁজা কিভাবে ক্যানসার সেল ধ্বংস করে।

ক্যানসার প্রতিরোধে গাঁজা ( Cannabis Plant) উদ্ভিদের অভুতপুর্ব সাফল্য ! শুনুন বিজ্ঞানীদের ব্যাখ্যা গাঁজা কিভাবে ক্যানসার সেল ধ্বংস করে।

Share This
ছেলে, বুডো থেকে শুরু করে অবাল, বৃদ্ধ-বনিতা সকলেই আমরা গাঁজা উদ্ভিদ চিনি বা জানি। যতটা না একে আমরা চিনি বা জানি তার থেকে এর কু-প্রভাব বা ক্ষতিকর ‍দিক সম্পর্কে ওয়াকেবহাল। যেমন, গাঁজা একটি মাদক, গাজা খেলে নেশা হয়। কিন্তু সেদিন আর হয়ত বেশি দুরে নয়, যে দিন গাঁজাকে সকল মানুষ নেশা হিসাবে না নিয়ে একে ক্যানসার প্রতিরোধের অব্যর্থ ওষধ হিসাবে গ্রহণ করবে। গাঁজার এ অব্যর্থ ফলাফল সারা পৃথিবীতে সাঁড়া ফেলে দিয়েছে। স্পেনের মার্দ্রিদে অবস্থিত Compultense University-র অনু-জীববিজ্ঞানী ডঃ ক্রিস্টিনা স্যানচেজ, তিনি দীর্ঘদিন মানব শরীরে গাঁজা(Cannabis plant )-র প্রভাব নিয়ে গবেষনা করেছেন। তিনি সম্প্রতি আবিস্কার করেছেন এবং ব্যাখ্যা করছেন কিভাবে THC(The main psychoactive constitute of the cannabis plant) সার্থকভাবে ক্যানসার সেল ধ্বংস করছে। বেশিদিন আগের কথা নয়, একটি সংস্থা তার গবেষণায় দেখান যে কিভাবে চিকিৎসা-বিজ্ঞানীরা লিউকেমিয়া চিকিৎসায় ক্যানাবিস বা গাঁজা উদ্ভিদ ব্যবহার করেছেন এবং সফলতা পেয়েছেন। বিশ্বাস না হলে এখানে গিয়ে একবার দেখে আসুন। ক্যানসার হতে আরোগ্য লাভে ও ক্যানসার চিকিৎসায় গাঁজার আর ও গবেষণা দেখতে চাইলে এখান থেকে একবার ঘুরে আসুন। চিকিৎসা বিজ্ঞানীরা বলছেন Cannabinoids যৌগ যার মধ্যে cannabinol এবং গাঁজা উদ্ভিদের সক্রিয় উপাদান রয়েছে তা অতিসহজে আমাদের শরীরের অঙ্গ-প্রত্যন্ত ও কোষসমুহকে আলো,তাপ এবং বাহ্যিক যে সকল উদ্দীপক রয়েছে তার প্রতি সহজেই সাঁড়া দেয়। আমাদের শরীরের শিরা-উপশিরাকে সংকেত প্রেরণ করে। দেহ নিজে নিজে endocannabinoids নামে যৌগসমহ উৎপাদন করে যা, আমাদের শরীরের অভ্যন্তরে অনেক প্রক্রিয়া সম্পন্ন করে একটি স্বাস্থকর অবস্থা বিদ্যমান রাখতে সহায়তা করে।


এটি উল্লেখ্য যে, গাঁজা উদ্ভিদ আমাদের মনের উপর কোন বিরুপ প্রভাব না ফেলে ক্যানসার প্রতিরোধে সফলতা দেখিয়েছে। গাঁজা উদ্ভিদের রাষায়নিক উপাদানসমুহ ক্যানসার সেল ধ্বংস এবং তা কমিয়ে এনে আমাদের দেহের রোগ-প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে। যদিও সকল ক্ষেত্রে এ ফলাফল একরকম নয়, তবু প্রতিদিন প্রচুর রোগী এই ক্যানাবিস বা গাঁজাকে ঔষধ হিসাবে সেবন করার পর ক্যানসার থেকে আরোগ্য লাভে সফলতা পেয়েছে। 


তাই গাঁজাকে ধোয়া হিসাবে সেবন করে একে নেশা হিসাবে নেওয়ার দিন মনে হয় শেষ হতে চলেছে কারন এটি করলে আপনি নিশ্চিত নেশাগ্রস্ত হয়ে পড়বেন। আর নেশা কখনো ভাল ফল বয়ে আনেনা। তাছাড়া চিকিসা বিজ্ঞানীরা বলছেন, গাঁজাকে ধোঁয়া হিসাবে সেবন করলে তা চিকিৎসার উদ্দেশ্য সাধন করেনা বরং তা আমাদের নেশার উদ্রেক করে। গাঁজা উদ্ভিদ  হতে তৈরীকৃত তৈল অথবা সরাসারি গাঁজা গাছকে নির্দিষ্ট পরিমানে ঔষধ হিসাবে খেলে তা আমাদের শরীরের ক্যানসার নিরাময়ে সহায়ক। তাই গাঁজা গাছকে ক্ষতিকর দিকে ব্যবহার না করে একে ক্যানসার নিরাময়ের মহৌষধ হিসাবে গ্রহন করার সময় এসেছে। গাঁজা উদ্ভিদ তাই আমাদের পৃথিবী নামক গ্রহ ও এর মানুষকে খারাপ কিছু দিতে আসেনি। সময় এসেছে এক ভাল কাজে লাগানোর। গাঁজাকে কেমথরাপির মত বিবেচনা করলে ভুল হবে এর কোন পার্শ্ব্প্রতিক্রিয়া নেই। মানুষ এর সম্পর্কে এখন সচেতন হতে শুরু করেছে। আমাদের উচিৎ এর ইতিবাচক দিক টাকে গ্রহন করা। এখন কেহই আর ক্যানসার নিরাময়ে এর ভুমিকাকে অস্বীকার করতে পারে না। ভাল থাকবেন সবাই আপনাাদের কাজে আসলেই আমাদের স্বার্থকতা। গাঁজার গুনাগুন সম্পর্কে শুনতে চাইলে অনুজীব বিজ্ঞানী ডঃ ক্রিষ্টিনা স্যাচেজের এই ভিডিও টি দেখুন


No comments:

Post a Comment

Infotech Post Bottom Ad New

Pages