ইনফোটেকলাইফ.কম এর জগতে আবার আপনাদের স্বাগত জানাই। বেশ কিছু দিন লিখতে পারিনাই এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। আজ আপনাদের জানিয়েদেব কিভাবে আপনার কম্পিউটার কে সাভার বানানো যায় এবং সেই সাভারে কিভাবে ওয়ার্ডপ্রেস ইন্সটল দেয়া যায়। কথা বাড়িয়ে লাভ আসুন কাজ শুরু যাক।
আমরা যারা ওয়েব সাইট সংক্রান্ত কাজ শিখছি তাদের নানা রকম ঝামেলাই পড়তে হয় যেমন সার্ভার হোস্টিং। আজ আমি আপনাদের একটি সফ্টওয়ারের সন্ধান দেব যেটি দ্বারা আপনি অতি সহজেই আপনার কম্পিউটারকে সাভার বানাতে পারবেন। এর নাম হল
XAMPP। ওয়ার্ডপ্রেস হল একটি বিশ বিখ্যাত ওয়েব পাবলিশিং সফটওয়ার যার জন্য দরকার
PHP version 4.3 এবং
MySQL version 4.0 আর Apache, IIS, অথবা Litespeedএর মত সার্ভার। আবার এগুলোম্যানুয়্যালী ইনস্টল করা যে কতটা ঝামেলার কাজ তা একবার করতে গেলেই বুঝতেপারবেন যদি না আপনা পুর্বের কোন টেকনিক্যাল জ্ঞান থাকে। XAMPP একটি বান্ডল অফার যার মাঝে
PHP,
MySQLApache Web Server সবগুলো একসাথে লোড ও কনফিগার করে দেওয়া আছে। আমরা যারা কম জানিতাদের কাজ হল তাড়াতাড়ি এটি সংগ্রহ করা আর ইন্সটন দিয়ে ফেলা । কারো কাছে না থাকলে সফ্টওয়ারটির লিঙ্ক দিলাম
ডাউনলোডকরে নিন। ডাউনলোড শেষ হলে আর সকল সফট্ওয়ারের মত ইনস্টল করে ফেলুন। দেখবেনআপনার কম্পিউটার ডেস্কটপ স্ক্রিনে এ্কটি লাল আইকন দেখা যাচ্ছে, ডাবল ক্লিককরুন নীচের উই্ডো দেখা যাবে।

এবারএপাচে এবং মাইএসকিউএল রান করুন। তারপর আপনার ইন্টারনেট ব্রাউজার ওপেন করুন। আপনার এড্রেস বারে লিখুন http://localhostএবং ENTER চাপুন। XAMPPইন্টারফেস আপনার সামনে এসে হাজির হবে।
তাৎক্ষনিক ভাবে PHPAdmin এর উপর ক্লিক করুন। আপনার সামনে মাইএসকিউএল এডমিন প্যানেল এনে হাজির করবে।
এখনDatabases এর উপর ক্লিক করুন এবং নীচের স্ক্রীনে নতুন ডাটাবেজ তৈরী করুন
সঠিকভাবে ডাটাবেস এর নাম দিন। এই যেমন ধরুন wordpress-test। এবারCreateবাটনে ক্লিক করুন। আপনি কনফারমেশান মেসেজ পাবেন।
এবার PHPAdmin panel এ ফিরে যেতে Server-localhostএ ক্লিক করুন। তারপরPrivilegesবাটনে ক্লিক করুন
Add a new userএ ক্লিক করুন। ইউজার নেম দিন, হোস্ট অবশ্যই Local হতে হবে।আপনার পাসয়ার্ড দিন অথবা Generatবাটনে ক্লিক করুন। পাসওয়র্ডকনফার্ম করুন। পাসওয়ার্ড জেনারেট করে থাকলে আপনার নোটপ্যাড খুলে তাতে আপনারই্উজার নেম ও পাসওয়ার্ড সেইভ করে রাখুন। Check All বাটনে ক্লিক করুন তারপরডানপাশের GO বাটনে ক্লিক করুন।
আপনি একটি কনফারমেশন মেশেজ পাবেন। আপনার কম্পিউটার এখন WordPressইনস্টলেশনের জন্য প্রস্তুত।
এখনকার কাজটুকু খুবই সোজা ওয়ার্ডপ্রেস না থাকলে
ডাউনলোড করুন। এরপর এটিকে আপনার যে ড্রাইভে Xamppইনস্টল করা আছে সে ড্রাইভের htdocs root folder এ সেভ করুন।
এবারবেরিয়ে আসুন ডেস্কটপে।ইন্টারনেট ব্রাউজ করুন এড্রেসবারের ভেতর সঠিকভাবে URL বসান।যেমন আমার ক্ষেত্রে http://localhost/wordpress
Create a configuration file ফাইলে ক্লিক করুন।
Let’s goবাটনে ক্লিক করুন্। নীচের স্ক্রীনে নোটপ্যাডে কপি করা সেই ইউজার নেম ও পাসওয়ার্ড ডাটাবেজ নাম বসিয়ে দিন।
সাবমিট বাটনে ক্লিক করুন। যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আপনি নীচের মেসেজটি পাবেন।
সেখান থেকে Run the install. বাটনে ক্লিক করুন।
আপনারব্লগের নাম,সচল ইমেইল এড্রেস চাইবে বসিয়ে দিন। আপনার মেইল এড্রেস চেককরুন। আপনা ইউজার নেম ও পাওয়ার্ড পেযে যাবেন। এগুলো নোটপ্যাডে সেভ করেরাখুন। এখন http://localhost/wordpress/wp-admin এ লগ-ইন করুন। ভাল থাকবেনসবাই।
No comments:
Post a Comment