মাতৃভাষায় কম্পিউটার শেখার একটি পুর্নাঙ্গ বই, এক্ষনি নামিয়ে রাখুন এই মুল্যবান বইটি। - জীবন গড়ি প্রযুক্তির সুরে ♫

Infotech Ad Top new

Infotech ad post page Top

মাতৃভাষায় কম্পিউটার শেখার একটি পুর্নাঙ্গ বই, এক্ষনি নামিয়ে রাখুন এই মুল্যবান বইটি।

মাতৃভাষায় কম্পিউটার শেখার একটি পুর্নাঙ্গ বই, এক্ষনি নামিয়ে রাখুন এই মুল্যবান বইটি।

Share This
বর্তমান যুগের একটি গুরুত্বপুর্ন অনুসঙ্গ হল কম্পিউটার। কম্পিউটার ছাড়া হয়ত বা আপনি যে পেশাতেই থাকেন না কেন, এক মুুহুর্তও চলতে পারবেন না সামনের দিনগুলোতে। তাই  কম্পিউটার জানাটা আজকের দিনে কত জরুরী তা আর বলে বোঝানো যাবেনা। বাসায় আপনার ছেলে-সন্তান আছে তাদের জন্য আপনার কম্পিউটার জানাটা জরুরী, আপনার নিজের জন্য তো বটেই। নিজে না জানলে অন্যকে শেখানোটা কত কষ্টের আর বিড়ম্বনার তা বোধ করি যারা শিক্ষক তারা আরও ভাল করে বোঝেন।  বর্তমান যুগটাই এমন, এখানে প্রতিযোগীতায় পিছিয়ে পড়লেন তো আর কোন কথা নয়। আপনি যেন আপনার জীবনের রেস (race) হতে পিছিয়ে পড়লেন। অফিস আদালত, স্কুল-কলেজ বিশ্ব বিদ্যালয় কোথায় নেই এই যন্ত্রটি।  বর্তমান এই বিজ্ঞান ও প্রযুক্তির যুগে আমরা চাইলেও আর কম্পিউটার নামক এ যন্ত্রের সর্ব গ্রাসী থাবা হতে নিস্তার পাবনা। তাই আসুন এটিকে ভয় হিসাবে দেখে শিখে রাখি। 


কোথায় শিখব?

আরে ভাই ইচ্ছা থাকলে উপায় হয়। কম্পিউটার শিখতে হলে আপনাকে নিশ্চয় বাংলাদেশের বাইরে যেতে হবে না। বাংলাদেশের আনাচে-কানাচে অনেক কম্পিউটার শেখানোর জন্য স্থান আছে, সেখানটাতে গিয়ে শিখে ফেলুন। তবে সবে থেকে ভাল হয় আপনার নিজের যদি একটি কম্পিউটার থাকে।  হয়ত বা কোন স্থানে গিয়ে কম্পিউটার শিখলেন। যা শিখলেন তা বাড়িতে এসে অনুশীলন করলেন। তবেই আপনার শিখন স্থায়ী হবে। আপনার আশে পাশে কোন কম্পিউটার শেখার জায়গা নেই সে ক্ষেত্রে ইনফোটেক লাইফ আপনাকে একটু সহায়ত দিতে পারে। আজ ইনফোটেকলাইফ.কম আপনাদের মাঝে কম্পিউটার শেখার একটি বাংলা শেয়ার করতে যাচ্ছে। বইটি অত্যন্ত প্রাঞ্জল ও সহজ ভাষায় রচিত। আশাকরি  বইটি আপনাদের কম্পিউটার সম্পর্কে সকল জিজ্ঞাসার সমাধান দিতে না পারলেও তা আপনাদের জ্ঞান তৃষ্ঞা মেটাতে কিছুটা হলেও সক্ষম হবে। তো আর কি করার নামিয়ে সংগহে রাখুন এই মহামুল্যবান কম্পিউটার শিক্ষার বাংলা বইটি। ডা্‌উনলোড করুন নিচের ডাউনলোড বাটনটিতে করে , দেখুন ডাউনলোড শুরু হবে।


3 comments:

www.infotechlife.com said...

অসাধারণ বই! আমি পড়েছি। পড়ে দেখতে পারেন । শেখা/ জানার কোনো শেষ নেই। যারা এখনো সংগ্রহ করেননি এখনই নামিয়ে নিন।

Goljar- The Patroblogger said...

ধন্যবাদ ভাই রিয়াজ, আপনাদের অনুপ্রেরনায় তো আমার বড় ও পরম পাওয়া। আপনাদের কিছু দিতে পারলে আমার ভাল লাগে।

Unknown said...

ডাউনলোড বাটনটি তো দেখতে পাচ্ছি না?

Post a Comment

Infotech Post Bottom Ad New

Pages