এই টিউনটির আংশিক বেশ কিছুদিন আগে প্রকাশ করেছিলাম। অনেকে আমাকে মোবাইল করে এবং টিউমেন্টের মা্ধ্যমে নানা প্রশ্নের অবতার না করেছেন। প্র্রচুর সাঁড়া পেয়েছি তাদের নিকট হতে। টেকটিউন্স কমিউনিটি একটি বিশাল কমিউনিটি । আমার থেকে বড় এবং বাঘা বাঘা টিউনার এখানে প্রতিনিয়ত টিউন করেন । তাই একটি টিউন এখানে বেশিক্ষন লাইভ থাকেনা। আবার লাইভ রাখা না রাখাটা এডমিনের মর্জি । অনেক টিউনার এর প্রশ্নের উত্তর সহ টিউনটি বর্ধিত আকারে প্রকাশ করলাম।
এ্যাডসেন্স কি?
এ্যাডসেন্স হল বিশ্ব বিখ্যাত গুগলের একটি এডভারটাইজিং এজেন্সি। বিভিন্ন পন্যের/সেবার প্রচার ও বি্ক্রয়ের জন্য বিভিন্ন ব্যাক্তি ও প্রতিষ্ঠান এই্ এ্যাডসেন্স এর নিকট চুক্তিবদ্ধ। তারা তাদের পন্য/সেবার প্রচার ও বিক্রয়ের জন্য এ্যাডসেন্সকে অর্থ প্রদান করে। এডসেন্স তাদের পন্য/সেবার বিজ্ঞাপন বিভিন্ন সাইটে প্রচার করে। এই প্রচার বাবদ এ্যাডসেন্স কর্তৃপক্ষ তার প্রাপ্য অর্থে একটি অংশ সাইটের মালিক গনকে প্রদান করে। তাহলে কথা হল এডসেন্স কেন? এডসেন্স এর মত আরও অনেক এ্যাডভার্টাইজিং কোম্পানী আছে ! হা আছে তবে-
এডসেনস এর মত তাদের বিশ্ব ব্যাপী বিস্তৃত নেটওয়ার্ক নেই।
অন্যান্য কম্পানীর থেকে তারা বেশি হারে সাইটে মালিকগনকে প্রদান করে।
এডসেন্স এ রয়েছে মাল্টি ইনকামের ব্যবস্থা।
আপনি কি এ্যাডসেন্স পাবেন?
হ্যাঁ আপনিও পেতে পারেন এ্যাডসেন্স। পুর্বে এ্যাডসেন্স পাওয়া যতটা সহজ ছিল বাংলাদেশ থেকে এখন এ্যাডসেন্স পাাওয়াটা ততটা কঠিন। আপনাকে বেশ কতকগুলি শর্ত পালন করতে হবে। শর্ত গুলি নিম্ন রুপ.......
আপনার একটি ব্লগ বা ও্য়েবসাইট থাকতে হবে( ফ্রি ব্লগ থেকে আবেদন করতে হলে আপনা অবশ্যই গুগলের ব্লগার.কম একটি ব্লগ খাকতে হবে।)
২০ থেকে ২৫ টি কন্টেন্ট থাকতে হবে।
আর্টিকেলগুলো বা কন্টেন্টগুলো ইউনিক হতে হবে অর্থাৎ কোন কাট, কপি, পেস্ট কন্টেন্ট গ্রহনযোগ্য নয়।
সাইট টি তে মেনু হিসাবে সমৃদ্ধ হোম পেইজ, এ্যাবাউট আস, কন্ট্যাক্ট আস, প্রাইভেসি/পলিসি ইত্যাদি থাকতে হবে।
সাইটের ল্যাংগুয়েজ অবশ্যই বাংলা হলে চলবে না। সাপরটেড ল্যাংগুয়েজ অর্থাৎ ইংলিশ হতে হবে। তবে এডসেন্স প্রাপ্তির পর কৌশলে বাংলা ব্লগে/সাইটে ও এটি ব্যবহার করা যাবে।
সাইটে যথেষ্ট ভিজিটর থাকতে হবে।
আপনার সাইটে বয়স কম্পক্ষে ৬ মাস হতে হবে।
সাইটে পেইজ র্যাঙক ভাল থাকতে হবে।
মোটামুটি ভাবে উপরোক্ত নিয়ম বা শর্ত পালন করে আপনি এডসেন্স এর জন্য আবেদন করলে আশা করা যায় আপনি এ্যাডসেন্স নামক সোনার হরিণটি অবশ্যই পাবেন। আবেদন করার আগে আরও ভালভাবে জেনে নিন এ্যাডসেন্স এর শর্তা বলীসমুহ
আমরা অনেকেই উপরোক্ত নিয়ম কানুন আংশিক মেনে আবেদন করি। ফলে আবেদন প্রত্যাখাত হয়। একবার আবেদন প্র্ত্যাখাত হলে পুনরায় এ্যাডসেন্স কোয়ালিফাই করা অ্ত্যন্ত দুরহ।
ব্লগ বা ওয়েবসাইট ছাড়া এ্যাডসেন্স পাওয়ার আর কোন সহজ উপায় আছে কি?
হ্যাঁ আছে, ব্লগ/ওয়েব সাইট ছাড়াও আপনি উপরোক্ত নিয়মের তোয়াক্কা না করেও এ্যাডসেন্স পেতে পারেন অতি সহজে। অনেক উপায় থাকতে পারে। তবে আমার জানা মতে দুটি পদ্ধতি উত্তম ও সহজ।
দ্বিতীয়টি কোন এক ক্ষনে আলোচনা করা যাবে, কথা দিচ্ছি। আজ আলোচনা করব কিভাবে ইউটিউবের মাধ্যমে অতি সহজে আপনার কাঙ্খিত সোনার হরিণটি হাতের নাগালে পাবেন। উল্লেখ্য যে ইউটিউবের মাধ্যমে প্রাপ্ত এ্যাডসেনস্ একাউন্ট আপনি আপনার ব্লগে ও ব্যবহার করতে পারবেন। সেক্ষেত্রে শুধু মাত্র আপনার ব্লগের বযস ছয়মাস বা তদুর্ধ হলেই হল।
ইউটিউবের মাধ্যমে গুগল এ্যাডসেন্স পাওযার সহজ উপায়
ইউটিউবের মাধ্যমে এডসেন্স পেতে হলে আপনাকে সর্বপ্রথম একটি ফ্রেস নিউ/নতুন জিমেইল এড্রেস থাকা লাগবে। তো খুলে ফেলুন একটি নতুন জিমেইলএকাউন্ট
উপরোক্ত ফরম ঠিকঠাক মত পুরন করে Next step এ ক্লিক করুন্। একাউন্ট খোলা শেষ হলে সাইন আউট করে এবার আপনি চলে যান এই এড্রেসে অর্থাৎ ইউটিউবের ঠিকানায় । নতুন উইন্ডো আসলে ডান পার্শ্বে অবস্থিত Sign in এ ক্লিক করুন। আপনার নতুন জি-মেইল ও পাসওয়ার্ড দিয়ে Sign in বাটনে আবার ক্লিক করুন।
একটি নতু উইন্ডো আসবে। সেখান থেকে ডান পার্শ্বে অবস্থিত UPload বাটনে ক্লিক। নীচের চিত্রের ন্যায় দেখতে পাবেন। এখানে গিয়ে ৩-৪ মিনিট দৈর্ঘ্যর ২/৩ টি ভিডিও আপলোড করুন।
নীচের চিত্রের ন্যায় দেখাবে এবং আপলোড হতে সময় নেবে। অপেক্ষা করুন। দেখুন চিত্রটি.....
এ পর্য্যন্ত আমার মনে হয় টিউটোরিয়ালের কাজ শেষ । এর পর যা শিখবেন হাতে কলমে তাই আমি বানিয়েছি একটি ভিডিও টিউটোরিয়াল। এটি দেখে ঠিক ঠাক মত কাজ করলে আমি নিশ্চত যে, আপনি ২ থেকে ৩ ঘন্টার মধ্যে আপনি আপনার কাঙ্খিত এ্যাডসেন্স একাউন্টটি পেয়ে যাবেন। যদিও তারা আপনাকে একবার্তার মাধ্যমে ৭ দিন সময় নিবে। তো নিয়ে নিন আপনার কাঙ্খিত সোনার হরিনটি।
ইউটিউব থেকে কীভাবে আমি আয় করতে পারি?
হ্যাঁ আপনি ইউটিউব থেকে আপনি আয়করতে পারবেন আপনার অ্যান্ডসেন্স একাউন্ট থেকে। যেহেতু আপনি YouTube Account এর মাধ্যমে আপনার Adsense Account টি পেয়েছেন । তাই এটি আপনার Hosted Account. তাই আপনাকে আর কিছু করা লাগবেনা। আপনি এখন ইউটিউবে ভিডিও টিউটোরিয়াল আপলোড করতে থাকুন। আপনার ইউটিউব ভিডিওতে অটোম্যাটিক্যালি এড শো করবে। তবে টিউটোরিয়াল আপলোড দেওয়ার সময় এসইও এবং কিওয়ার্ড রিসার্চ এর বিষয় গুলির প্রতি নজর দিবেন। কারন বিষগুলি ভিজিটর আনার ক্ষেত্রে ধনন্তরী কাজ করবে।
আমি কী আমার Hosted Adsense Account এর Add সমুহ Blogger Site- এ বসাতে পারব?
হ্যাঁ পারবেন। তবে আপনা ব্লগের বয়স ন্যুনতম ৬ মাস হতে হবে। ৬ মাস পর আপনার ব্লগার ড্যাসবোর্ডের সেকশনে এডসেন্সের জন্য আবেদনের জন্য একটি অপশন দেখতে পাবেন। সেখানে Existing Adsense Account অপশনে আপনার Adsense Account এর Publisher ID বসিয়ে দিয়ে Save/ok করে বেরিয়ে আসুন। এখন আপনার এ্যাডসমুহ প্লেস করুন। দেখবেন সব ঠিকঠাক থাকলে আপনার এড শো করবে।
এডসেন্স সম্পর্কে আরও কিছু জানা র থাকলে সময় পেলে একবার ঘুরে আসুন আমার patroblogger.com থেকে । ভাল থাকবেন সবাই।
পুর্বে এই টিউনটির আংশিক প্রকাশ হয়েছিল এই খানে দেখুন।
ইনফোটেকলাইফ.কম এর তালিকা ভুক্ত একজন লেখক ও কলামিস্ট। তাঁর লেখা আপনাদের ভাল লাগলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্টস করে দয়া করে আমাদের উৎসাহিত করবেন। এই ওয়েবসাইটের কোন লেখকের বিরুদ্ধে তাঁর লেখা নিয়ে আপনার কোন অভিযোগ থাকলে আপনি আমাদের অভিযোগ ডেস্ক-এ অভিযোগ করতে পারেন। ইনফোটেকলাইফ.কম কোন লেখকের বিতর্কিত লেখার দায়ভার বহন করেনা। তবে আপনার করা অভিযোগের সত্যতা প্রমানিত হলে উক্ত লেখককে অস্থায়ী কিংবা গুরুতর অভিযোগের ক্ষেত্রে স্থায়ীভাবে নিষিদ্ধ করা হতে পারে। ইনফোটেকলাইফ.কম এর সাথে যুক্ত থাকতে নিচের সামাজিক মাধ্যম গুলোতে Join,Like ও Follow করুন।
আমি মোঃ আজাদ মিয়া। পেশায় একজন প্রাথমিক সহকারি শিক্ষক ও প্রশিক্ষক (ইংরেজী)। শিক্ষা বিষয়ক লেখালেখির পাশা-পাশি ফেসবুকে আমাদের একটি Group আছে যার নাম শিক্ষক কণ্ঠস্বর। যাতে আমি নিয়মিত শিক্ষা বিষয়ক পোস্টগুলো শেয়ার করে থাকি। ইনফোটেকলাইফ আপনাদের ব্লগ। আপনাদের ভালবাসাই আমাদের এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা।
ফেসবুক । টুইটার । ইনস্টাগ্রাম। গুগল+ । ইউটিউব
C.E.O & Admin
আমি মোঃ গুলজার হুসাইন। পেশায় একজন প্রাথমিক সহকারি শিক্ষক ও প্রশিক্ষক (ইংরেজী)। ব্লগিং ও ইউটিউবিং আমার নেশা ও পেশা। এই দু’টো ছাড়া একটি মুহুর্ত আমি কল্পনাও করতে পারিনা। ইনফোটেকলাইফ আপনাদের ব্লগ। আপনাদের ভালবাসাই আমাদের এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা।
আমি মোঃ রিয়াজ হোসেন। পেশায় একজন প্রাথমিক সহকারি শিক্ষক ও অনলাইন রাইটার(প্রযুক্তি)। ব্লগিং ও সোসাল মিডিয়া (ফেসবুক) এনালাইজ আমার নেশা ও পেশা। এই দু’টো ছাড়া একটি মুহুর্ত আমি কল্পনাও করতে পারিনা। ইনফোটেকলাইফ আপনাদের ব্লগ। আপনাদের ভালবাসাই আমাদের এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা।
1 comment:
adsense বাংলা সাপোর্ট করেনা।
Post a Comment