Homeইন্টারনেটটিপস এন্ড ট্রিকস্এবার আপনার অফিসে থাকা WiFi অথবা আপনার ব্যবহৃত Modem এর স্পীড ২ থেকে চারগুন বাড়িয়ে নিন আপনার খাওয়া বিয়ার (beer) অথবা এনার্জি (Energy drink) ড্রিংক এর ক্যান দিয়ে!
এবার আপনার অফিসে থাকা WiFi অথবা আপনার ব্যবহৃত Modem এর স্পীড ২ থেকে চারগুন বাড়িয়ে নিন আপনার খাওয়া বিয়ার (beer) অথবা এনার্জি (Energy drink) ড্রিংক এর ক্যান দিয়ে!
সবাইকে ইনফোটেক লাইফ.কম এর পক্ষ থেকে একরাশ শুভেচ্ছা। আশা করি মহান আল্লাহ তালার ইচ্ছায় ভালই আছেন। আমরা সকলেই এখন বর্তমানে ডিজিটাল বাংলাদেশের বাসিন্দা। এই সুবাদে আমরা হয়তবা অনেকেই তাদের বাসায় ও অফিসে WiFi সুবিধা পেয়েছি। অনেকেই হয়ত বা আমার কথায় হো-হো করে হাসা শুরু করেদিয়েছেন। হ্যাঁ ভাই একটু মস্করা করলাম। কিন্তু আজকে যে কথাটি হাসির উদ্রেক করছে তা একদিন চরম বাস্তব হবে। নাই বা হল আাপনারা ইন্টারনেট কানেকশন এর জন্য মডেম ব্যবহার করেন না? এখন একবাক্যে সবাই বলবেন হ্যাঁ ভাই করি, তাতে আপনার কি? বাংলাদেশে ইন্টারনেটের যে বেহাল অবস্থা তাকে নিয়ে আর মস্করা না করলেও পারতেন। হ্যাঁ কথাগুলি অপ্রিয় হলেও সত্য। আমাদের দেশে ইন্টারনেটের যে স্পীড তা নিয়ে আমাদের মাঝে অভিযোগের শেষ নেই। বিভিন্ন অফিসে ব্যবহৃত WiFi এর স্পীড নিয়েও আছে নানা ঝামেলা। একবার স্পীড আসে তো পরের ক্ষণে একবারে ডাউন। তো আসুন অভিযোগ করে আর কি হবে? আমাদের দেশের কর্ণ ধারগন কুম্ভকর্ণে র ঘুম দিয়ে বসে থাকেন। সহজে আমাদের অভিযোগ গুলো তাদের কানে পৌছবে বলে আমার মনে হয়না। এক্ষেত্রে আমাদের কিছু একটা করে দেখাতে হবে। আজ আমি আপনাদের মাঝ একটি ট্রিকস শেয়ার করব যার দ্বারা আপনি আপনার অফিসে ব্যবহৃত এর WiFi অথবা আপনার ব্যক্তিগত ব্যবহারে মডেমটির ইন্টারনেট স্পীড কযেকগুন বাড়িয়ে নিতে পারবেন। ভয় পাবেন না, আপনার এতে বেশি কিছু খরচ করতে হবেনা। শুধু প্রয়োজন আপনার খাওয়া বিয়ার অথবা এনার্জি ড্রিংকের ক্যান। তো কিনুন একটি এনার্জি ড্রিংক ক্যান। এরপর কি করতে হবে তা নিশ্চয় বলতে হবেনা। যদি না খেতে চান তো আমাকে দিন আমি একটু খেয়ে দেখি, হা হা হা!
আসলে আর দশটা মানুষের মত আমি এনার্জি ড্রিংক খুব পছন্দ করি। নীচের ছবির মত ঢালূন আর খেয়ে ফেলূন ঢকাঢক!
এবারে এর লক(lock) টা খুলে ফেলুন নীচের চিত্রের মত করে। কী খুলতে পারেন তো, না এটিও পারেন না? না পারলে দাদা আমাকে একদিন দাওয়াত করুন। তারপর দেখব কি করে খোলা যায়। দেখবেন মেহমানের যেন অবমাননা না হয় তাহলে কিন্তু আপনার চৌদ্দ-গুষ্টি উদ্ধার! হা ! হা ! হা!
এবারে আপনার খাওয়া এনার্জি ড্রিংকের তলার অংশটুক ধারালো ছুরি বা এরকম অন্য কিছু দিয়ে কাটুন। না বুঝলে নীচের ছবি দেখুন আর সে মত কাজ করুন।
এবারে যে অংশে চুমুক দিয়ে আপনি পান করেন সেদিকটা আলতো করে কিছু অংশ বাদ দিয়ে কাটুন যেমন নিচে দেখুন।
ছবি দেখে নিশ্চয় বুূঝতে পেরেছেন। না বুঝলে দেখুন নীচে ছবিতে আঙ্গুল লাগানো জায়গাটুকু বাদ রাখুন।
এবারে যে পাশটায় কাটা বাদ রেখেছেন, তার বিপরীত পাশটায় লম্বা-লম্বি কাঁচি দিয়ে কাটুন। না বুঝলেন নিচের ছবি দেখুন।
কৌশল দেখুন-১
কৌশল দেখুন-২
কৌশল দেখুন-৩
কাটার পর এর দুপাশ টা ভাল করে সোজা করার জন্য উপরের মত করুন। তার পর নীচের ধাপসমুহ অনুসরন করুন।
এবার্ এটিকে আটকানোর জন্য বাজার হতে পুটিং আঠা ম্যানেজ করুন। কিছু না পেলে বাজারে চুইংগাম তো পাওয়া যায়। সেটিই না হয় আনুন আর চাবাতে থাকুন, একসাথে দুই কাজ হল খাওয়া আর আঠা তৈরী করা।
এবারে আঠা বা চুইংগাম টা ক্যানের মাথায় নীচের অংশের মত করে লাগান যেন তা দ্বারা ওয়াই ফাই এর এন্টেনার সাথে লাগিয়ে রাখা যায়। এই কৌশলটি আপনার মডেমে ইউজ করতে পারেন তবে সেক্ষেত্রে আপনার মডেম টি ইউএসবি ডাটা কেবল দ্বারা সংযুক্ত করে একটু উচুতে এই ডিভাইস টির মা্ধ্যমে ঝুলিয়ে রাখুন। দেখবেন আপনার ইন্টারনেট এর গতি বহু গুনে বেড়েগেছে।
এর পর ক্যানটিকে নীচের ছবির মত করে WiFi এন্টেনার সাতে ফিক্স করুন।
এভাবে এন্টেনার সংখা অনুযায়ী ক্যান ফিক্স করুন। আর এভাবে সেগুলোকে ফিক্স করুন আর ম্যাজিক দেখুন।
এভাবে আপনার অফিসে ব্যবহৃত এর অথবা এর ইন্টারনেট ২ থেকে ৪ গুন বাড়িয়ে নিতে পারবেন।
কোন কিছু বুঝতে অসুবিধা হলে আমাকে কমেন্টের মাধ্যমে জানান অথবা নীচের ইউটিউব ভিডিও টিউটোরিয়াল টি দেখুন।
ইনফোটেকলাইফ.কম এর তালিকা ভুক্ত একজন লেখক ও কলামিস্ট। তাঁর লেখা আপনাদের ভাল লাগলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্টস করে দয়া করে আমাদের উৎসাহিত করবেন। এই ওয়েবসাইটের কোন লেখকের বিরুদ্ধে তাঁর লেখা নিয়ে আপনার কোন অভিযোগ থাকলে আপনি আমাদের অভিযোগ ডেস্ক-এ অভিযোগ করতে পারেন। ইনফোটেকলাইফ.কম কোন লেখকের বিতর্কিত লেখার দায়ভার বহন করেনা। তবে আপনার করা অভিযোগের সত্যতা প্রমানিত হলে উক্ত লেখককে অস্থায়ী কিংবা গুরুতর অভিযোগের ক্ষেত্রে স্থায়ীভাবে নিষিদ্ধ করা হতে পারে। ইনফোটেকলাইফ.কম এর সাথে যুক্ত থাকতে নিচের সামাজিক মাধ্যম গুলোতে Join,Like ও Follow করুন।
আমি মোঃ আজাদ মিয়া। পেশায় একজন প্রাথমিক সহকারি শিক্ষক ও প্রশিক্ষক (ইংরেজী)। শিক্ষা বিষয়ক লেখালেখির পাশা-পাশি ফেসবুকে আমাদের একটি Group আছে যার নাম শিক্ষক কণ্ঠস্বর। যাতে আমি নিয়মিত শিক্ষা বিষয়ক পোস্টগুলো শেয়ার করে থাকি। ইনফোটেকলাইফ আপনাদের ব্লগ। আপনাদের ভালবাসাই আমাদের এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা।
ফেসবুক । টুইটার । ইনস্টাগ্রাম। গুগল+ । ইউটিউব
C.E.O & Admin
আমি মোঃ গুলজার হুসাইন। পেশায় একজন প্রাথমিক সহকারি শিক্ষক ও প্রশিক্ষক (ইংরেজী)। ব্লগিং ও ইউটিউবিং আমার নেশা ও পেশা। এই দু’টো ছাড়া একটি মুহুর্ত আমি কল্পনাও করতে পারিনা। ইনফোটেকলাইফ আপনাদের ব্লগ। আপনাদের ভালবাসাই আমাদের এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা।
আমি মোঃ রিয়াজ হোসেন। পেশায় একজন প্রাথমিক সহকারি শিক্ষক ও অনলাইন রাইটার(প্রযুক্তি)। ব্লগিং ও সোসাল মিডিয়া (ফেসবুক) এনালাইজ আমার নেশা ও পেশা। এই দু’টো ছাড়া একটি মুহুর্ত আমি কল্পনাও করতে পারিনা। ইনফোটেকলাইফ আপনাদের ব্লগ। আপনাদের ভালবাসাই আমাদের এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা।
No comments:
Post a Comment