AdSense এর শ্রেষ্ট বিকল্প RevenueHits ! এবার ব্লগিং করে আয় করেন হাজার ডলার! ওয়েব সাইটের মালিকগণ এদিকে আসেন! - জীবন গড়ি প্রযুক্তির সুরে ♫

Infotech Ad Top new

Infotech ad post page Top

AdSense এর শ্রেষ্ট বিকল্প RevenueHits ! এবার ব্লগিং করে আয় করেন হাজার ডলার!  ওয়েব সাইটের মালিকগণ এদিকে আসেন!

AdSense এর শ্রেষ্ট বিকল্প RevenueHits ! এবার ব্লগিং করে আয় করেন হাজার ডলার! ওয়েব সাইটের মালিকগণ এদিকে আসেন!

Share This

এডসেন্স (AdSense ) সম্পর্কে আমার কিছু কথাঃ

আমাদের যাদের ওয়েব সাইট আছে তারা অনলাইন হতে আয়ের জন্য সকলেই গুগল এডসেন্স এর পেছনে ছুটি। কিন্তু গুগল এডসেন্স পাওয়া এখন এতটা সহজ নয়। আবার গুগল এডসেন্স পাওয়া যতটা কঠিন হারানো ততটা সহজ। ভুল করেও কখন একবার দু’বার ক্লিক করেছেন তো, আপনার এডসেন্স বাতিল। বাংলাদেশের মত দেশগুলোতে গুগলের নীতিমালা এত কঠিন যে, সামান্য ছলছুতো পেলে আপনাকে কোন প্রকাশ নোটিশ না দিয়েই আপনাদের সাধের এডসেন্স বাতিল করে দেয়। আর একবার ব্যান খেলে সেই এডসেন্স ফিরে পাওয়া প্রায় একেবারে অসম্ভব্। নতুন করে পাওয়াটা আরও দুরহ। আজ আমি আপনাদের জন্য নিয়ে এলাম এডসেন্স এর সেরা বিকল্প !

রেভিনিউ-হিটস(Revenue hits) এডসেন্স এর সেরা বিকল্পঃ 

হ্যাঁ, আমি সম্প্রতি সময়ের আলোচিত এড নেটওয়ার্ক RevenueHits এর কথা বলছি। যাদের ওয়েবসাইট আছে শুধুমাত্র তাদের জন্য লেখাটি। আমরা অনেকেই অনেক Ad Network ব্যবহার করি সাইট থেকে টাকা ইনকাম করার জন্য। কেউ বা দেশী কেই বা বিদেশী অ্যাড ব্যবহার করে থাকি। আবার যাদের Google AdSense এর ভেরিফাইড একাইন্ট আছে কেবল তারাই AdSense ব্যবহার করি। কিন্তু Google AdSense পাওয়া যেন তামার হরিণ দুঃখিত সোনার হরিণ। আবার কিছু কিছু আবাল সাইট তো টাকা নিয়ে উধাও, যেমন আমাদের অ্যাড (বিঃদ্রঃ এটা আমাদের বাপ দাদার অ্যাড নয়, নামই হলো আমাদের অ্যাড)। Google AdSense যারা ব্যবহার করি তারা ভালো করেই জানি ইনকাম বেশ ভালো তবে ঝামেলাও কম নয়। রয়েছে অনেক ধরা বাধা নিয়ম। আবার এর বড় অসুবিধা হল এটি বাংলা ওয়েব সাইটে এড সো করেনা। যদিও এখন অনেকে অনেক ভাবে বাংলা সাইটে গুগল এডসেন্স এর এড শো করাচ্ছেন। তবে এটা করা আর এডসেন্সকে খাড়া তরবারির উপর ঝুলন্ত করে রেখে দেওয়া একই কথা। কিন্তু RevenueHits  এসবের বালাই নেয় আপনি যে কোন সাইটে এটি ব্যবহার করতে পারবেন। এর সব থেকে বড় সুবিধা হল আবেদন করার সাথে সাথে এপ্রুভাল পাওয়া যাবে এবং তাৎক্ষনিক এড শো করানো যাবে।

রেভিনিউ-হিটস ও এডসেন্স এর তুলনাঃ 

তো আসুন দেখি এবার গুগল এডসেন্স ও রেভিনিউ-হিটস এর মাঝে তুলনা করে জেনে নেওয়া যাক কে ভাল আর কে মন্দ-
এডসেন্স (Google AdSense)
রেভিনিউ-হিটস (RevenueHits )
   আমাদেরকে ইউনিক কন্টেন্ট, ব্লগের মেয়াদ, ভিজিটর উপর নির্ভর করে 134 টা শর্ত  মেনে এডসেন্স জন্য এপ্লাই করতে হয়। যদি গুগলের দয়া হয় তাহলে আমাদের বা আমাকে এডসেন্স দেয়।
কিন্তু রেভিনিউ-হিটস এসব লাগে না।
   এডসেন্স ভিজিটর, এড ক্লিক এর টাকা পে করে। 
    রেভিনিউ-হিটস  একই কাজের জন্য পে করে।
  এডসেন্স কপি পেস্ট, সেক্সুয়াল কন্টেন্ট সাপোর্ট করে না।
   রেভিনিউ-হিটস সবকিছুই সাপোর্ট করে।
  এডসেন্স এর জন্য ব্লগস্পট 6 মাস, ওয়েব সাইটের জন্য 10 দিনের পর পর এপ্লাই করতে। 
  রেভিনিউ-হিটস নতুন সাইট বা যে কোন ব্লগসাইট বা ওয়েবসাইটে 30 সেকেন্ড মধ্যে এপ্রুভ করে।
  এডসেন্স শুধু মাত্র চেক, ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করে। 
  রেভিনিউ-হিটস চেক, পেপাল, পেওনার মাস্টার কার্ড, ব্যাংক ওয়ার সাপোর্ট করে।
এডসেন্স ১০০ ডলার হলে উইথড্র করতে পারবে
  রেভিনিউ-হিটস ২০ ডলার হলে উইথড্র করতে পারবে।
এডসেন্স পিন বা ঠিকানা যাচাইয়ের জন্য 45-60 দিন পর্যন্ত অপেক্ষা করতে হয়
রেভিনিউ-হিটস এসব কিছুই নাই।
এডসেন্স আনভেলিড ক্লিকের বন্ধ করে দে
 রেভিনিউ-হিটস করে না।
এডসেন্স আনভেলিড বা ফেক ভিজিটর এর জন্য টাকা পে করে না
  রেভিনিউ-হিটস পে করে।
 এডসেন্স ভূল খুজে আপনার একাউন্ট বন্ধ করে সারা জীবনের জন্য, 
 রেভিনিউ-হিটস করে না।
এডসেন্স রিভিনিউ শেয়ার 68%, 
 রেভিনিউ-হিটস রিভিনিউ শেয়ার 75%
এডসেন্স পাশাপাশি অন্য কোম্পানী এডস ব্যবহার নিষিদ্ধ, 
·   রেভিনিউ-হিটস ব্যবহার করার অনুমতি আছে।
 এডসেন্স পেমেন্ট করে 23-30 তারিখে মধ্যে, 
 রেভিনিউ-হিটস যে কোন সময় পেমেন্ট করে যদি ২০ ডলার থাকে।
এডসেন্স এড সাইজ অনুযায়ী 
 রেভিনিউ-হিটস এডস সাইজ আছে।
এডসেন্স রেফারেল সুবিধা নেই
রিভিনিউহিটস রেফারেল সুবিধা আছে যা আপনার জন্য আয়ের একটি নতুন উৎস্য হতে পারে
এখন নি্শ্চয় বুঝে গেছেন কোনটা আমাদের দেশের জন্য বেস্ট এডভার্টাইজিং নেটওয়ার্ক। এটা গুগল এডসেন্স এর মত পে করে কোন কোন ক্ষেত্রে এটা এডসেন্স এর হতেও বেশি পে করে। আপনি মোটামোটি ভিসিটর দিয়েও অনেক টাকা ইনকাম করতে পারবেন।এদের cpm রেইট অনেক ভাল। যেমন ধরুন আপনার দিনে ভিসিটর ২০০০। আপনার ইম্প্রেশন যদি হই ৬০০০ এবং CPM রেইট যদি ১ ডলার হয় তাহলে আপনার ইনকাম হবে (৬০০০/১০০০)x১= ৬ ডলার।

এটি কোন ভুয়া পেমেন্ট সিস্টেম নয় তো?


না ভাই এটি কোন ভুয়া নেটওয়ার্ক নয়। রেভিনিউ-হিটস সত্যিকার অর্থে এবার আমাদের মত তৃতীয় বিশ্বের হাজার ব্লগার যারা মাথার ঘাম পায়ে ফেলে আর্ন করতে আগ্রহী তাদের শ্রমের মুল্য দিতে এসেছে। দেখুন এদের পেমেন্ট প্রুফ।


দ্বিধা না রেখে মনে, চলে আসুন রেভিনিউ-হিটস (RevenueHits) এর সনেঃ  

তাই আমার মত যারা ওযেব ব্লগিংকে পেশা ও নেশা হিসেবে বেছে নিয়েছেন, তৈরীকরেছেন গাঁটের টাকা খরচ করেছেন আপনার অতি সাধনার ওয়েব সাইটটি কিন্তু গুগল এডসেন্স এর পেছনে ঘুরে ঘুরে ক্লান্ত হয়ে পড়েছেন। আপনার আয় এখন শুন্যের কোঠায়! তারা আজ এখন থেকে গুগল এডসেন্স এর আশা বাদ দিয়ে চলে আসুন রেভিনিউ-হিটস(RevenueHits )এর ভুবনে। 

কীভাবে করবেন জয়েন করবেন?


না ভাই, RevenueHits  আপনাকে গুগল এডসেন্সএর মত হাজারটা শর্তের বেড়াজালে ফেলে বলবেনা একাউন্ট এপ্রুভ হওয়ার জন্য ১০-১৫ দিন বা ৬ মাস সময় লাগবে। রেভেনিউ-হিটস একাউন্ট করার জ্ন্য আপনার ইচ্ছাই যথেষ্ট। আর এপ্রুভাল! সে তো একাউন্ট করার ৩০ সেকেন্ড এর মধ্যে। তাই আর দেরী না করে এখনই জয়েন করুন আর তৈরী করুন আপনার রেভিনিউ-হিটস একাউন্ট। অথবা উপরের ছবির উপর ক্লিক করুন। আপনি রেভিনিউ-হিটস এর ওয়েব সাইটে। এবং নীচের ছবির মত ফিচার দেখতে পাবেন। জয়েন করতে Sign up বা Join Now বাটনে ক্লিক করুন। 


এখন নিচের মত নামে নিম্নের একটি পেজ আসবে। এখন এর নিম্নলিখিত অপশনসমুহ ভালভাবে পুরন করুন। যেমন- আপনার নাম, আপনার সাইটের নাম এবং সাইটের ইউআরএল এবং এর পর আপনার ট্রাফিক টাইপ, এবং আপনার সাইটের ক্যাটাগরি দিয়ে Next Step  এ  ক্লিক করুন।

 Step 2 তে গিয়ে এখানে আপনার ইউজার নেম, পাসওয়ার্ড এবং আপনার ব্যবহৃত একটি ইমেইল ও একটি মো্বাইল নম্বর দিয়ে ক্যাপচা কোড পুরন করে সবশেষে Accept terms and condition অপশনে টিক চিহ্ন বসিয়ে দিয়ে Submit বাটনে ক্লিক করুন।
 এরপর সবকিছু ঠিক ঠাক থাকলে নীচের ধন্যবাদ জ্ঞাপক বার্তাটি দেখতে পাবেন। এখন যে ইমেইলটি দিয়ে আপনি  একাউন্টটি খুললেন। ইমেইলে গিয়ে আপনার একাউন্টটি ভেরিফাই করে নিন।


আপনার একাউন্টটি ভেরিফাইড হয়ে গেলে, এখন আমি আপনার ইউজার নেম ও পাসওয়ার্ড দিয়ে একাউন্টে প্রবেশ করুন।


এর  পরে ধাপগুলো নিশ্চয় আর বলে বোঝাতে হবেনা। যেহেতু আপনার ওয়েবসাইটে আপনি পুর্বে অন্য কোম্পানীর এড ব্যবহার করেছেন। এর পর শুধু New Placement এ ক্লিক করুন। আর আপনার পুর্ব অভিজ্ঞতা কাজে লাগিয়ে ওয়েবসাইটে গিয়ে এড বসান। শুরু করুন আপনার কাঙ্খিতি আয়। ন্যুনতম ২০ ডলার আয় হলেই আপনি আপনার পেমেন্ট উইথ্ড্র করতে পারবেন। এদের মাল্টিপেমেন্ট মেথড এই নেটওয়ার্কটিকে আরও জনপ্রিয় করে তুলেছে। এডসেন্স যেখানে কেবল চেক, ব্যাংক এর মা্ধ্যমে পে করে সেখানে রেভিনিউ-হিটস উপরোক্ত দুটি মেথড ছাড়াও পেপাল এবং পেওনিয়ার মাস্টার কার্ডের মাধমে পে করে।তো আজ এ পর্যন্তই ভাল থাকবেন সবাই। আল্লাহ হাফেজ!

8 comments:

www.infotechlife.com said...

এত সুন্দর করে লেখেন পড়ে মনে হয় যেন বাচ্চাদের বুঝাচ্ছেন। আবার মাঝে মাঝে প্রচন্ড হাসিও পায়। একা একা হেসে উঠি । আর তখনই বাধে বিপত্তি। ঘরের সবাই ভাবে............। না আর আগাব না তাহলে পাঠকরাও একই ভাবে ভাবা শুরু করবে।

Goljar- The Patroblogger said...

আপনিই বা কম যান কিসে? আপনার যতনে রাখিব যন্ত্র ধারাবাহিক প্রকাশনা সাধারন শিক্ষকদের মাঝে আসাধারন সাাঁড়া ফেলেছে। আমাদের সবার পক্ষ থেকে অনুরোধ রইল আপনার লেখাটা চালিয়ে যান শেষ পর্যন্ত। সব শেষে পাবলিকেশন এর হাতে তুলে দেব আপনার লেখাগুলো বই হিসাবে ছাপানো হবে ইনশা-আল্লাহ্।

www.infotechlife.com said...

আমার লেখা কেউ পড়ে?? আপনি যতটা বলছেন সত্যিইকি আমি ততটা??? কিঞ্চিত বাড়িয়ে না বললেই কী হত না জনাব???? আর হ্যাঁ সহ্যের বাইরে এমন কোন আশা দেয়া কী ঠিক????? তার পরও আপনাকে ধন্যবাদ।

Mr Riyad said...

$ কিভাবে withdrew করতে হয় ??

Goljar- The Patroblogger said...

মোঃ রিয়াদ হোসেন কে বলছি, এ্যাডসেন্স এর থেকে এর পেমেন্ট অপশন অনেকে বেশি। পেওনিয়ার,পেপাল, চেকের মাধ্যমে টাকা তোলা যায়।

rashed ahmed said...

ami ki amar blogspot blog sait te k adsense bad deye revineu hits e add korte parbo. r amar blog te bangla content e lekhte parbo?

Nishat said...

RevenueHits এ আমি ১৫ দিন আগে আমার সাইট এর জন্য APPLY করছি। আমার ad রিপটে কোণ
eCPM $0.00
Revenue $0.00
দেখাচ্ছে। এখন আমি কী করতে পারি?

Badsha said...

ভাই আমি account খুলছি।কোড টা কপি করে কি আমার blogger site এর html/javascript এ বসাব

Post a Comment

Infotech Post Bottom Ad New

Pages