এডসেন্স (AdSense ) সম্পর্কে আমার কিছু কথাঃ
আমাদের যাদের ওয়েব সাইট আছে তারা অনলাইন হতে আয়ের জন্য সকলেই গুগল এডসেন্স এর পেছনে ছুটি। কিন্তু গুগল এডসেন্স পাওয়া এখন এতটা সহজ নয়। আবার গুগল এডসেন্স পাওয়া যতটা কঠিন হারানো ততটা সহজ। ভুল করেও কখন একবার দু’বার ক্লিক করেছেন তো, আপনার এডসেন্স বাতিল। বাংলাদেশের মত দেশগুলোতে গুগলের নীতিমালা এত কঠিন যে, সামান্য ছলছুতো পেলে আপনাকে কোন প্রকাশ নোটিশ না দিয়েই আপনাদের সাধের এডসেন্স বাতিল করে দেয়। আর একবার ব্যান খেলে সেই এডসেন্স ফিরে পাওয়া প্রায় একেবারে অসম্ভব্। নতুন করে পাওয়াটা আরও দুরহ। আজ আমি আপনাদের জন্য নিয়ে এলাম এডসেন্স এর সেরা বিকল্প !রেভিনিউ-হিটস(Revenue hits) এডসেন্স এর সেরা বিকল্পঃ
হ্যাঁ, আমি সম্প্রতি সময়ের আলোচিত এড নেটওয়ার্ক RevenueHits এর কথা বলছি। যাদের ওয়েবসাইট আছে শুধুমাত্র তাদের জন্য লেখাটি। আমরা অনেকেই অনেক Ad Network ব্যবহার করি সাইট থেকে টাকা ইনকাম করার জন্য। কেউ বা দেশী কেই বা বিদেশী অ্যাড ব্যবহার করে থাকি। আবার যাদের Google AdSense এর ভেরিফাইড একাইন্ট আছে কেবল তারাই AdSense ব্যবহার করি। কিন্তু Google AdSense পাওয়া যেন তামার হরিণ দুঃখিত সোনার হরিণ। আবার কিছু কিছু আবাল সাইট তো টাকা নিয়ে উধাও, যেমন আমাদের অ্যাড (বিঃদ্রঃ এটা আমাদের বাপ দাদার অ্যাড নয়, নামই হলো আমাদের অ্যাড)। Google AdSense যারা ব্যবহার করি তারা ভালো করেই জানি ইনকাম বেশ ভালো তবে ঝামেলাও কম নয়। রয়েছে অনেক ধরা বাধা নিয়ম। আবার এর বড় অসুবিধা হল এটি বাংলা ওয়েব সাইটে এড সো করেনা। যদিও এখন অনেকে অনেক ভাবে বাংলা সাইটে গুগল এডসেন্স এর এড শো করাচ্ছেন। তবে এটা করা আর এডসেন্সকে খাড়া তরবারির উপর ঝুলন্ত করে রেখে দেওয়া একই কথা। কিন্তু RevenueHits এসবের বালাই নেয় আপনি যে কোন সাইটে এটি ব্যবহার করতে পারবেন। এর সব থেকে বড় সুবিধা হল আবেদন করার সাথে সাথে এপ্রুভাল পাওয়া যাবে এবং তাৎক্ষনিক এড শো করানো যাবে।রেভিনিউ-হিটস ও এডসেন্স এর তুলনাঃ
তো আসুন দেখি এবার গুগল এডসেন্স ও রেভিনিউ-হিটস এর মাঝে তুলনা করে জেনে নেওয়া যাক কে ভাল আর কে মন্দ-
এডসেন্স (Google AdSense)
|
রেভিনিউ-হিটস (RevenueHits )
|
আমাদেরকে ইউনিক কন্টেন্ট,
ব্লগের মেয়াদ, ভিজিটর উপর নির্ভর করে 134 টা শর্ত মেনে এডসেন্স জন্য এপ্লাই করতে হয়। যদি
গুগলের দয়া হয় তাহলে আমাদের বা আমাকে এডসেন্স দেয়।
|
কিন্তু রেভিনিউ-হিটস এসব
লাগে না।
|
এডসেন্স ভিজিটর, এড ক্লিক এর টাকা পে করে।
|
|
এডসেন্স কপি পেস্ট, সেক্সুয়াল কন্টেন্ট সাপোর্ট করে না।
|
|
এডসেন্স এর জন্য ব্লগস্পট 6 মাস, ওয়েব সাইটের জন্য 10 দিনের পর পর
এপ্লাই করতে।
|
|
এডসেন্স শুধু মাত্র চেক, ব্যাংকের মাধ্যমে পেমেন্ট
করে।
|
|
এডসেন্স ১০০ ডলার হলে উইথড্র করতে পারবে
|
|
এডসেন্স পিন বা ঠিকানা যাচাইয়ের জন্য 45-60 দিন পর্যন্ত অপেক্ষা করতে হয়
|
রেভিনিউ-হিটস এসব কিছুই নাই।
|
এডসেন্স আনভেলিড ক্লিকের
বন্ধ করে দে
|
রেভিনিউ-হিটস করে না।
|
এডসেন্স আনভেলিড বা ফেক
ভিজিটর এর জন্য টাকা পে করে না
|
|
এডসেন্স ভূল খুজে আপনার
একাউন্ট বন্ধ করে সারা জীবনের জন্য,
|
রেভিনিউ-হিটস করে না।
|
এডসেন্স রিভিনিউ শেয়ার 68%,
|
|
এডসেন্স পাশাপাশি অন্য
কোম্পানী এডস ব্যবহার নিষিদ্ধ,
|
|
এডসেন্স পেমেন্ট করে 23-30
তারিখে মধ্যে,
|
|
এডসেন্স এড সাইজ অনুযায়ী
|
|
এডসেন্স
এ রেফারেল সুবিধা
নেই।
|
8 comments:
এত সুন্দর করে লেখেন পড়ে মনে হয় যেন বাচ্চাদের বুঝাচ্ছেন। আবার মাঝে মাঝে প্রচন্ড হাসিও পায়। একা একা হেসে উঠি । আর তখনই বাধে বিপত্তি। ঘরের সবাই ভাবে............। না আর আগাব না তাহলে পাঠকরাও একই ভাবে ভাবা শুরু করবে।
আপনিই বা কম যান কিসে? আপনার যতনে রাখিব যন্ত্র ধারাবাহিক প্রকাশনা সাধারন শিক্ষকদের মাঝে আসাধারন সাাঁড়া ফেলেছে। আমাদের সবার পক্ষ থেকে অনুরোধ রইল আপনার লেখাটা চালিয়ে যান শেষ পর্যন্ত। সব শেষে পাবলিকেশন এর হাতে তুলে দেব আপনার লেখাগুলো বই হিসাবে ছাপানো হবে ইনশা-আল্লাহ্।
আমার লেখা কেউ পড়ে?? আপনি যতটা বলছেন সত্যিইকি আমি ততটা??? কিঞ্চিত বাড়িয়ে না বললেই কী হত না জনাব???? আর হ্যাঁ সহ্যের বাইরে এমন কোন আশা দেয়া কী ঠিক????? তার পরও আপনাকে ধন্যবাদ।
$ কিভাবে withdrew করতে হয় ??
মোঃ রিয়াদ হোসেন কে বলছি, এ্যাডসেন্স এর থেকে এর পেমেন্ট অপশন অনেকে বেশি। পেওনিয়ার,পেপাল, চেকের মাধ্যমে টাকা তোলা যায়।
ami ki amar blogspot blog sait te k adsense bad deye revineu hits e add korte parbo. r amar blog te bangla content e lekhte parbo?
RevenueHits এ আমি ১৫ দিন আগে আমার সাইট এর জন্য APPLY করছি। আমার ad রিপটে কোণ
eCPM $0.00
Revenue $0.00
দেখাচ্ছে। এখন আমি কী করতে পারি?
ভাই আমি account খুলছি।কোড টা কপি করে কি আমার blogger site এর html/javascript এ বসাব
Post a Comment