”ভালবাসা” একজন আতেল কবির লেখা কবিতা - জীবন গড়ি প্রযুক্তির সুরে ♫

Infotech Ad Top new

Infotech ad post page Top

”ভালবাসা” একজন আতেল কবির লেখা কবিতা

”ভালবাসা” একজন আতেল কবির লেখা কবিতা

Share This

”ভালবাসা” 

আতেল কবি।
আমার জন্যে যেদিন তুমি পরেছিলে বেনারসি;
বেদনা্র নীল আকাশ ভেদে বলেছিলাম-
তোমায় ভালবাসি!
সেই নির্বাক নীলাকাশ আজও তার স্বাক্ষী।
সেদিন ভেবেছিলাম ভালবাসার সজ্ঞা বুঝি এটাই; কিন্তু না-
দেখলাম যে দিন চোখ ছল ছল জলে ভরা সীমাহীন গঙ্গা,
বুঝলাম
সেদিন ঠিক হয়নি ভালবাসার সজ্ঞা।

পাহাড়ের বুকে জল দেখে
তোমরা তাকে ঝরনা বলতে পার।
কিন্তু আমি সেটাকে পাহাড়ের কান্না বলি।
কোনদিন পাহাড় হয়ত হেসেছিল, তাই আজ তার কান্না-
অশ্রধারায় অঝর ঝরছে।
আমায় দেখে যেদিন মুচকি হেসেছিলে
মনে করেছিলাম, এটাই বুঝি ভালবাসা।
কিন্তু যেদিন কাদলে, সেদিন বুঝলাম ভালবাসার সজ্ঞাটাই 
ঠিক করতে পারিনি। পাইনি আজও ভালবাসার মানে।

আসলে ভালবাসা কি?
আমি ও অনেক দিন এর মানে পাইনি।
অবশেষে শুধু এটুকু বঝলাম-
ভালবাসা শধু বেদনায় নীলাকাশ নয়।
ভালবাসা মুচকি হাসি নয়।
ভালবাসা শুধই প্রেমিকার কান্না নয়।
ভালবাসা আর কিছু নয়।
ভালবাসা ভালবাসা-ই।

No comments:

Post a Comment

Infotech Post Bottom Ad New

Pages