বাংলাদেশের সকল প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানে গাওয়া জাতীয় সংগীতের অডিও কপি সংগ্রহ রাখুন, কাজে আপনার লাগবেই লাগবে। - জীবন গড়ি প্রযুক্তির সুরে ♫

Infotech Ad Top new

Infotech ad post page Top

বাংলাদেশের সকল প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানে গাওয়া জাতীয় সংগীতের অডিও কপি সংগ্রহ রাখুন, কাজে আপনার লাগবেই লাগবে।

বাংলাদেশের সকল প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানে গাওয়া জাতীয় সংগীতের অডিও কপি সংগ্রহ রাখুন, কাজে আপনার লাগবেই লাগবে।

Share This
ক সাগর রক্তের বিনিময়ে আমাদের এই স্বাধীনতা, আর এই স্বাধীনতা আমাদের জন্ম গত অধিকার। কোন জাতিকে তার এই অধিকার হতে কেউ বঞ্চিত করে রাখতি পারেনি। কালে অমোঘ প্রবাহে স্বাধীনতা একদিন  না একদিন সেই স্বাধীনতা অর্জি ত হয়্। কিন্তু সেই স্বাধীনতার দাম হয়ত বা কেউ একটু বেশি দেয়, আবার কেউ না চা্ইতে পেয়ে যায়। অনেক রক্ত দিয়ে লেখা পৃথিবীর মানচিত্রে একটি নাম, যাকে অজেয় আর অম্লান রাখা এখন আমার আপনার প্রতিটি নাগরিকের দাষিত্ব। ১৯৭১ সালের ২৫ শে মার্চ হতে ১৬ ই ডিসেম্বর সময় নয় মাস হলেও রক্তের স্রোত ‍গিয়ে মিশেছে, পদ্মা, মেঘনা, যমুনায়। রাজ পথ হয়েছে রঞ্জিত। দেশ স্বাধীন হলেও অনেক অজানা, অচেনা আর অমিমাংশিত প্রশ্নের চিহ্নকে বুকে ধারন করে এগিয়ে চলেছে দেশ, পেয়েছি আমাদের স্বাধীনতা, পেয়েছি দেশ, পতাকা, জাতীয় সংগীত। 
সুধী পাঠক বৃন্দ সবাইকে সালাম জানিয়ে শুরু করছি  আজকের আলোচনা। আমরা আমাদের বিভিন্ন প্রয়োজনে আমাদের জাতীয় সংগীতের ব্যবহার করি । বিভিন্ন সরকারী প্রতিষ্ঠানে, প্রাথমিক ,মা্ধ্যমিক, কলেজ, বিশ্ববিদ্যালয়ে জাতীয় পতাকা ও জাতীয় সংগীত একটি গুরুত্বপুর্ন জায়গা জুড়ে আছে। তাই বিভিন্ন প্রয়োজনে আমাদের এই মহামুল্যবান সংগাীতটির অডিও অতীব জরুরী হয়ে পড়ে। বিশ্বকবি রবিন্দ্রনাথ ঠাকুর রচিত রচিত আমার সোনার বাংলা গানের প্রথম দশ লাইন আমাদের জাতীয় সংগীত হিসেবে চয়ন করা হয়েছে। গানটিতে সত্যিই আবহমান বাংলার যে চিরচেনা রুপ আমাদের মাঝে কাব্য হয়ে ধরা দিয়েছে, তা সত্যিই অতুলনীয়। প্রথম দশ লাইনকে জাতীয় সংগীত হিসেবে নেওয়া হলেও সরকারের একটি একটি বিভাগ এই সংগীতটিকে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে এটিকে ব্যবহার করেছে। আজ আমি সরকারের পরিবর্তিত গেজেট অনুসারে বাংলাদেশের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে যে নিয়ম অনুযায়ী গাওয়ার কথা বলা হয়েছে, তার একটি সংস্করন শেয়ার করব। আশা করি এটি আপনাদের নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে খুবই কাজে আসবে। পাশা-পাশি আমি এর একটি যন্ত্র সংগীত ও শেয়ার করব যা ব্যবহার করে আপনি আপনা কোমল মতি শিক্ষার্থীদের দিয়ে জাতীয় সংগীত গাওয়াতে পারবেন। ব্যাকগ্রাউন্ডে শুধু মিউজিক বাজবে।  তো দেরী না করে আসুন নিয়ে নিন, 

প্রাথমিক বিদ্যালয়ে ব্যবহার উপযোগী জাতীয় সংগীতের এই অডিও ফাইল দুটি-

১.সমবেত কন্ঠে জাতীয় সংগীত।
২. সমবেত কন্ঠে গাওয়ার উপযোগী শুধুমা্ত্র যন্ত্র সংগীত।
৩. শিল্প কলা একাডেমী কর্তৃক গাওয়া ভিন্ন আমেজে গাওয়া জাতীয় সংগীতের অডিও ফাইল।

No comments:

Post a Comment

Infotech Post Bottom Ad New

Pages