এই সাইটির সুবিধাসমূহ
১. ইনস্ট্যান্ট প্রেমেন্ট করে।
২. এর বেশিরভাগ ক্যাশ লিংক ০.০১ থেকে ০.০০৫ ডলার।
৩. আপনি প্রতিদিন ৮ মিনিট সময় ব্যয় করে = ০.১০ থেকে ০.১৬ ডলার আয় করতে পারেন।
৪. রেফারেল থেকে ১০০% কমিশন পাবেন।
৫. আপনার ওয়েব সাইট বা যেকোন সাইটের ফ্রি এডভারটাইজ করতে পারবেন।
আর অসুবিধাসমূহ হল
১. এই সাইটটিতে মাঝে মধ্যে IP ব্লক দেখায়।
২. সব দিনই ক্যাশ লিংক একই রকম পাওয়া যায় না।
৩. আপনি যে ব্রাউজার এবং যে ইনটারনেট ব্যবহার করছেন তা ব্যতীত অন্য কোন টা ব্যবহার করলে ঝামেলা করে।
এখন আপনার যদি ইচ্ছা হয় তাহলে একাউন্ট করতে পারেন। আমি আপনাকে একাউন্ট করা সহ Money Earn করার বিস্তারিত নিয়ম দেখিয়ে দিচ্ছি। এই সাইটে একাউন্ট করতে গিয়ে IP নিয়ে সমস্যায় পরতে হয় এজন্য User name- সংখ্যায় দিন অথবা গুগল ক্রোম বাউজার থাকলে এই hola add ons টি ইনস্টল করুন। লিংক- Hola Add ons
যদি গুগল ক্রোম বাউজার না থাকে তাহলে ডাউনলোড করুন।
Google Chrome Latest version
এখন একাউন্ট করার জন্য প্রথমে
এরপর Signup বারে ক্লিক করলে Account রেজিস্টিশন অফশন আসবে। নিচের এই রকম ছবির মত
উপরের ছবিতে চিহ্নিত Box গুলো পূরণ করুন। তামধ্যে 11, 12, 13 নং এ Payza, PayPal এবং Solid Trust এ আপনার একাউন্টের Email ID দিন। যদি আপনার Payza, PayPal এবং Solid Trust একাউন্ট না থাকে তাহলে আপনার Email ID টা বসিয়ে দিন। এবং পরবর্তীতে Payza or PayPal একাউন্ট তৈরি করার সময় সেই Email ID টা ব্যবহার করুন। এখন 16 নম্বর প্রসিড এ ক্লিক করলে আপনার ইমেইলে একটি মেইল যাবে। মেইলটি লেখা কপি করে সংরক্ষন করে রাখুন। কারন Cash Out করার সময় এর তথ্যগুলো প্রয়োজন হবে। তারপর Login এ ক্লিক করে Username, Password এবং Captcha দিয়ে একাউন্ট এ Login করলে একটি পেজ আসবে। সেখানে ১০ সেকেন্ড অপেক্ষার পর Back to Dashboard ক্লিক করলে নিচের ছবির মত দেখতে পাবেন।
এবার Click Here to Go to Cash Links এ ক্লিক করলে নিচের ছবির মত দেখতে পাবেন এবং সেগুলো ক্লিক করে আয় করুন।
আর একটি কথা আপনার যদি রেফারেল থাকে তার ১০০% কমিশন পাওয়ার জন্য প্রতিদিন ১০ টি Start Surfing ক্লিক সম্পূর্ণ করুন এবং ১০ ত্রেুডিড জমান। যা দিয়ে আপনি আপনার ওয়েব সাইট বা যেকোন সাইটের ফ্রি এডভারটাইজ করতে পারবেন।
আপনার একাউন্ট এ মিনিমাম 2$ হলেই ইনস্ট্যান্ট ক্যাশ আউট করতে পারবেন।
নিন্মে আমার একটি Payment Proof দেখানো হল।
কোন সমস্যা হলে আমাকে টিউমেন্ট করবেন। আজ এ প্রর্যন্তই ধন্যবাদ ভালো থাকবেন।
বিঃ দ্রঃ- আপনি ভুলেও একটার বেশি একাউন্ট খুলবেন না তাহলে সারা জীবনের জন্য ব্লক হবেন।
1 comment:
ভাই সবুজ, পোস্ট এ বানানের দিকে খেয়াল রাখবেন। পোস্ট লেখা শেষে পারামালিংক এডিট কর, যাতে এসইও করতে সুবিধা হয়। যেমন লক্ষ করু তোমার ব্রাউজারের এড্রেস বারে http://www.infotechlife.com/2015/08/earning-through-traffic-monson.html লেখা আছে। এভাবে তোমার পোস্ট এর সাতে মিল রেখে পারমা লিং দা্ও যেন সার্চে ধরা পড়ে। পোস্ট পাবলিশ করার পর উপরের শেয়ার বাটনগুলো যে গুলোতে তোমার একাউন্ট আছে সে একাউন্ট গুলো তোমার ব্রাউজারে লগ ইন কর, তার পর শেয়ার বাটনগুলোতে ক্লিক কর। আর শেয়ার করতে থাক, দেখবে তোমার রেফারেল বাড়বে। যেমন উদাহর স্বরুপ তোমার ফেসবুক লগইন কর তার পর ফেসবুক শেয়ার বাটনে ক্লিক কর। দেখবে তোমার ফেসবুকে তোমার পোস্টটি শেয়ার হয়ে গেছে।
Post a Comment