Infotech Ad Top new
Infotech ad post page Top

অনলাইনে আয়ের পেছনে তো অনেক ছুটলেন। আয় করেছেন কত? আমাকে আমার সতীর্থরা এপ্রশ্নটি কতবার করেছেন, তার ইওত্তা নেই। আমি তাদের প্রশ্নের কোন সদুত্তর তখন দিতে পারিনি। কারন অনলাইনে যারা আয়ের স্বপ্ন দেখেন তারা সকলেই জানেন সঠিক কাজ না জানলে এই জগতে আযের মুখ দেখা কতটা কঠিন! এক্ষেত্রে আমার পরামর্শ হল যারা অনলাইন জগতকে আয়ের একমাত্র মাধ্যম হিসাবে বেছেনিতে চান তাদের উচিৎ প্রথমে কাজ শেখা। যেমন ধরুন, ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট, গ্রাফিক্স ডিজাইন, এসইও ইত্যাদির কাজ শেখা। কারন বর্তমানে ফ্রিল্যান্স মার্কেটে এসকল কাজের চাহিদা প্রচুর কিন্তু সে অনুপাতে কাজ জানা লোকের সংখ্যা কম। প্রথমে এসকল কাজ শিখুন আর পাশাপাশি বেশ কিছু ফ্রিল্যান্স মার্কেট প্লেস আছে সেখানে রেজিস্ট্রেশন করে রাখুন। আপনি যদি লেখা-লেখিতে দক্ষ হয়ে থাকেন বা ব্লগিংকে আপনার জীবনের অনুসঙ্গ হিসাবে বেছে নিতে চান তাহলে আপনাকে ফুলটাইম অনলাইনার না হলেও চলবে। এজন্য আপনার একটি ওয়েব সাইট থাকতে হবে। আর সেই সাইটে আপনার লেখাটা্ অব্যহত রাখতে হবে। তো গড়ে তুলুন আপনার ওয়েব সাইট, আর আপনি যে টা ভাল বুঝেন ভাল জানেন সে বিষয় নিয়ে আপনার লেখা চালিয়ে যান। তবে ভাল লেখক বা ব্লগার হতে হলে আপনাকে প্রথমে একজন্ ভাল পাঠক হতে হবে।
তাই ভাল ব্লগার হতে প্রথমে বিভিন্ন সাইটের লেখা মনোযোগ দিয়ে পড়ুন। তাদের লেখার ধরন, উপস্থাপনা কৌশল, বাচন ভঙ্গি ভালভাবে রপ্ত করুন। এর পাশা-পাশি একটি ওয়েবসাইট বা ব্লগ আপনার জন্য খুলুন। চিন্তা করছেন? ব্লগ বা ওয়েবসাইট খুলতে তো টাকা প্রয়োজন । চিন্তা নেই, আমাদের গুগুল মামা তো আছেই। পৃথিবীর লক্ষ লক্ষ উঠতি বা নতুন লেখক বা নতুন ব্লগারদের রাস্তা দেখানোর জন্য গুগুলের নিজস্ব প্লাটফরম http://www.blogger.com আপনাকে দিচ্ছে সম্পুর্ন ফ্রিতে ওয়েব সাইট খুলার সুবিধা। তো আর কি উপরের এড্রেসটির উপর ক্লিক করুন আর এখনই খুলে ফেলুন আপনাদের সাধের ওয়েব সাইট।
বিষয়টি একটু ব্যাখ্যা করেই বলি, আামরা ঘরে বসে এখন হলিউড বা বলিউডের মুভিদেখি তখন কিন্তু টেলিভিশন চ্যানেলগুলো এর বিনিময়ে আমাদের নিকট কোন অর্থ দাবী করেনা। তারা শুধ এটুকু চায় যেন আমরা তাদের চ্যানেলটি বেশি বেশি করে দেখি এজন্য তারা তাদের অনুষ্ঠানে সুচিতে বৈচিত্র নিয়ে আসে। এবার একটু গভীরে যাওয়া যাক, আপনি যখন কোন মুভি দেখছেন বা কোন অনুষ্ঠান দেখছেন তখন এর ফাঁকে ফাঁকে আপনি বিভিন্ন পন্য বা সেবা বিজ্ঞাপণ দেখছেন। এর ফলে আপনি মুল অনুষ্ঠান এর পাশি বিভিন্ন বানিজ্যিক কোম্পানীর পন্য বা সেবা সম্পর্কে অবহিত হচ্ছেন এবং তার দ্বারা প্রভাবিত হয়ে আপনি সেই পন্য বা সেবাটি আপনার নিকটস্থ মার্কেট প্লেস হতে ক্রয় করছেন। ক্রয় করার সময় আপনার জ্ঞাতস্বারে বা অজ্ঞাতস্বারেই হোক নিচের সবগুলো মিলিয়ে আপনি পণ্যের মু্ল্য পরিশোধ করছেন। যেমনঃ লিভার ব্রাদার্সের একটি ফেয়ার এন্ড লাভলী ক্রয় করার সময়নিচের সবগুলো আপনি একসাথে দিচ্ছেন--
১. পণ্যের উৎপাদন খরচ ---৩০.০০ টাকা
২. পণ্য বিপনন ------------- ১০.০০ টাকা
৩. বিজ্ঞাপন ------ ২০.০০ টাকা
৪. শুল্ক বা কর- ১০.০০ টাকা
৫.অন্যান্য ----- ৫.০০ টাকা
সর্বোমোট- ৭৫.০০ টাকা
তাহলে আমরা দেখলাম পুজিবাদী সমাজ ব্যবস্থায় এসকল টেলিভিশন চ্যানেলগুলো বানিজ্যিক কোম্পানীর পন্য বা্ সেবাসমুহের প্রচার ও প্রসারে কাজ করছে। বিনিময়ে কোম্পানীগুলো তাদের লভ্যাংশের একটি নির্দিষ্ট অংশ পন্যের প্রচার ও প্রসার বাবদ এসকল কাজে যে সকল মাধ্যম জড়িত তাদের মাঝ ভাগ করে দিচ্ছে। অনলাইন জগতে ঠিক এই বিষয়টি ওযেব সাইটের ক্ষেত্রেও সমভাবে প্রযোজ্য। তবে অনলাইন জগতে বানিজ্যিক কোম্পানীগুলো সরাসরি অথবা বিভিন্ন এডভা্র্টাইজিং এজেন্সির নিকট তাদের পন্য প্রচার ও বিজ্ঞাপনের জন্য তাঁদের সাথে চুক্তি করে। এমন কয়েকটি বিখ্যাত এজেন্সির নাম হল- গুগুল এডসেন্স, চিটিকা, ক্লিকসর, রেভিনিউহিটস ইত্যাদি।
বিভিন্ন ওয়েব সাইট যখন তাদের ওয়েব সাইটে মানসম্মত কন্টেন্টের জন্য প্রচুর বা উল্লেখযোগ্য হারে ভিজিটর বা দর্শ ক টানতে সক্ষম হয় তখন সেসকল ওয়েব সাইটের এডমিনগণ তাদের ওয়েব সাইটে পন্য বা সেবার এড প্রচারের জন্য আবেদন করেন তখন এডভার্টাইজিং কোম্পানীগুলো এসকল ওয়েব সাইটের যোগ্যতা যাচায় স্বাপেক্ষে তাদের এড পাবলিশের অনুমতি দেয়। পাবলিশার হিসেবে ওয়েব সাইট গুলি তখন পন্য বা সেবার প্রচার ও প্রসারের জন্য লভ্যাংশ পায়। এভাবে একজন ওয়েব সাইটের মালিক বা ব্লগার তার ওয়েব সাইট হতে অর্থ আয় করে থাকেন। তবে আয়ে পরিমান কত হবে তার নির্দিষ্ট বা কোন সীমা নেই। প্রতিদিন ১ ডলার হতে ১০০০ ডলার পর্য ন্ত হতে পারে। আর সেটি নির্ভর করে ওয়েব সাইটের কন্টেন্ট এর কোয়ালিটি, কোয়ান্টিটি এবং ভিজিটর এর সংখ্যার উপর। ভাল থাকবেন সবাই।
Tags
# ইন্টারনেটে আয়
# ব্লগিং
Share This

About Goljar- The Patroblogger
ব্লগিং
Ярлыки:
ইন্টারনেটে আয়,
ব্লগিং
Infotech Post Bottom Ad New
Author Details
ইনফোটেকলাইফ.কম এর তালিকা ভুক্ত একজন লেখক ও কলামিস্ট।
তাঁর লেখা আপনাদের ভাল লাগলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্টস করে দয়া করে আমাদের উৎসাহিত করবেন। এই ওয়েবসাইটের কোন লেখকের বিরুদ্ধে তাঁর লেখা নিয়ে আপনার কোন অভিযোগ থাকলে আপনি আমাদের অভিযোগ ডেস্ক-এ অভিযোগ করতে পারেন। ইনফোটেকলাইফ.কম কোন লেখকের বিতর্কিত লেখার দায়ভার বহন করেনা। তবে আপনার করা অভিযোগের সত্যতা প্রমানিত হলে উক্ত লেখককে অস্থায়ী কিংবা গুরুতর অভিযোগের ক্ষেত্রে স্থায়ীভাবে নিষিদ্ধ করা হতে পারে। ইনফোটেকলাইফ.কম এর সাথে যুক্ত থাকতে নিচের সামাজিক মাধ্যম গুলোতে Join,Like ও Follow করুন।
তাঁর লেখা আপনাদের ভাল লাগলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্টস করে দয়া করে আমাদের উৎসাহিত করবেন। এই ওয়েবসাইটের কোন লেখকের বিরুদ্ধে তাঁর লেখা নিয়ে আপনার কোন অভিযোগ থাকলে আপনি আমাদের অভিযোগ ডেস্ক-এ অভিযোগ করতে পারেন। ইনফোটেকলাইফ.কম কোন লেখকের বিতর্কিত লেখার দায়ভার বহন করেনা। তবে আপনার করা অভিযোগের সত্যতা প্রমানিত হলে উক্ত লেখককে অস্থায়ী কিংবা গুরুতর অভিযোগের ক্ষেত্রে স্থায়ীভাবে নিষিদ্ধ করা হতে পারে। ইনফোটেকলাইফ.কম এর সাথে যুক্ত থাকতে নিচের সামাজিক মাধ্যম গুলোতে Join,Like ও Follow করুন।
No comments:
Post a Comment