যতনে রাখিব যন্ত্র ( কম্পিউটার সম্পর্কে ধারাবাহিক প্রকাশনা-৭ম পর্ব ) - জীবন গড়ি প্রযুক্তির সুরে ♫

Infotech Ad Top new

Infotech ad post page Top

যতনে রাখিব যন্ত্র ( কম্পিউটার সম্পর্কে ধারাবাহিক প্রকাশনা-৭ম পর্ব )

যতনে রাখিব যন্ত্র ( কম্পিউটার সম্পর্কে ধারাবাহিক প্রকাশনা-৭ম পর্ব )

Share This
ইনফোটেকলাইফ.কম –এর পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকে আবারো হাজির হলাম কম্পিউটার বিষয়ক ধারাবাহিক প্রকাশনা “যতনে রাখিব যন্ত্র” এর ৭ম পর্ব নিয়ে। কম্পিউটার আজ আমাদের নিত্য ব্যবহার্য যন্ত্রে পরিনত হয়েছে। বর্তমান সময়ে কম্পিউটার ছাড়া কোন কিছু কল্পনা করা সম্ভব না। যে কোন পেশার মানুষ হোক না কেন, কম্পিউটার ছাড়া যেন পরিপূর্নতা হয় না। অফিসিয়াল কাজ কর্মে, নিত্যপ্রয়োজনীয় কাজ করতে, মুভি, গান, গ্রাফিক্স ইত্যাদি বহুবিদ কাজে কম্পিউটার ছাড়া আমাদের একবারেই চলে না। কিন্তু দীর্ঘদিন কম্পিউটার চালানোর ফলে একসময় আমাদের সেই যন্ত্রটির গতি আর আগের মতো থাকে না। অনেক স্লো হয়ে যায়। তখন আমরা সাধারনত দুইটি কাজ করে থাকি। হয় কম্পিউটার-টির কোন সমস্যা হয়েছে মনে করে টেকনেশিয়ানের কাছে নিয়ে যাই অথবা নতুন করে অপারেটিং ইনস্টল করি। কিন্তু একটু ভালো ধারণা থাকলেই কম্পিউটার-টিকে সবসময় গতিময় রাখতে পারেন। তাহলে চলুন যেনে নেই কিভাবে আপনার কম্পিউটার-টিকে সুপার ফাস্ট করে তুলবেন।

আমার কম্পিউটারের প্রোগ্রাম সমূহের স্ক্রিন সর্ট দেখুন
অপ্রয়োজনীয় প্রোগ্রাম দূর করুনঃ
কোন প্রোগ্রাম ইনস্টল করার সময় অনেক অপ্রয়োজনীয় প্রোগ্রাম এর সাথে সাথে ইনস্টল হয়ে যায়। যা আপনার পিসির পার্ফর্মেন্স কমিয়ে দিতে পারে। তাই আগে অপ্রয়োজনীয় প্রোগ্রাম দূর করুন। এজন্য আপনার পিসির Start মেনু হতে control প্যানেলে যান। সেখান থেকে Programs and Features এ গিয়ে অনাকাংখিত প্রোগ্রামগুলো রিমুভ করেন।



অপ্রয়োজনীয় জাঙ্ক ফাইল দূর করেনঃ
কম্পিউটার চালানোর সময় নানা রকম অনেক অপ্রইয়োজনীয় ফাইল নিজে নিজেই সৃষ্টি হয়, যা আমাদের পিসির গতি অনেকাংশে কমিয়ে দেয়। এই অপ্রয়োজনীয় ফাইলগুলো ডিলিট করতে Run এ গিয়ে prefetch লিখে এন্টার চাপুন এবং সবগুলো ফাইল রিমুভ করুন। এর পর %temp% লিখে এন্টার চাপুন এবং সকল ফাইল ডিলিট করুন।

Disc Defragmenter Screen Shot
নিয়মিত Disk Defragmenter করুনঃ
কিছুদিন পর পর হার্ডডিস্ক ডিফ্রেগমেন্ট করুন। এতে করে আপনার হার্ডডিস্কের গতি বাড়বে। হার্ডডিস্ক ডিফ্রেগমেন্ট করতে My computer হতে properties এ যান। সেখান হতে Performance Information and Tools এ যান এবং সর্বশেসষ Advanced Tools হতে Open Disk Defragmenter এ যান। আর সরাসরি যেতে চাইলে Search বার এ Disk Defragmenter লিখে এন্টার চাপুন।






 

Disk Cleanup Screen Shot
Disk Cleanup করে হার্ডডিস্কের অপ্রয়োজনীয় ফাইল দূর করুনঃ
স্টার্ট মেনুতে গিয়ে Disk Cleanup লিখে এন্টার চাপুন। এরপর যে ড্রাইভ পরিস্কার করতে চান সেটা সিলেক্ট করুন। কিন্তু সাবধান ডিলিট করবেন না কিন্তু।






পিসিকে ভাইরাস মুক্ত রাখুনঃ
কম্পিউটার ভাইরাস
ভাইরাস আপনার পুরো পিসি ধ্বংস করে দিতে পারে। সেই সাথে আপনার প্রয়োজনীয় সব ফাইলও শেষ করে দিতে পারে। এর জন্য ভালমানের এন্টি ভাইরাস ব্যবহার করতে পারেন। এর জন্য আমি রিকমেন্ড করব Microsoft Security Essential. তথাকথিত এন্টিভাইরাসের চেয়ে এটা অনেক বেশি পরিমাণ ভাইরাস ডিটেক্ট করতে পারে। উইন্ডোজ ৮ এবং উইন্ডোজ ৮.১ এর সাথে এটা আগে থেকেই দেয়া থাকে। আর মালওয়্যার, স্পাইওয়ার এবং সর্টকাট ভাইরাস হতে পিসিকে মুক্ত রাখে। তাছাড়া ৩০ টাকার উইন্ডোজের জন্য হাজার টাকার এন্টিভাইরাস ব্যবহার করা বোকামী ছাড়া আর কিছুই নয়।



আজ এ পর্যন্তই। বাকী অংশ পরের পর্বে পাবেন। সেই পর্যন্ত সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।
সবাইকে ফুলের শুভেচ্ছা

 

2 comments:

Goljar- The Patroblogger said...

হিংসে হচ্ছে! সত্যি হিংসে হচ্ছে। আমার থেকে ভাল হয়ে গেলে কিন্তু................ হা হা হা ! অসাধারন লিখেছেন ভাই রিয়াজ।
আশা করি ইনফোটেক লাইফে লেখার পাশা-পাশি প্রতিটা পোস্ট পড়ে মন্তব্য করবেন। একজন ব্লগারের জন্য পাঠকের একটি মন্তব্য যে কত বড় পাওয়া নিশ্চয় আপনাকে বোঝাতে হবে না।

www.infotechlife.com said...

ভাললেেগেছে জেনে খুশি হলাম। দোয়া করবেন আমি যা জানি তা যেন ইনফোটেকলাইয়.কম- এর মাধ্যমে সকলকে জানাতে পারি।

Post a Comment

Infotech Post Bottom Ad New

Pages