স্বাধীনতার ৪৫ বছর পার হলেও আমরা আজ অবধি আমাদের জন্য একটি এক ও অভিন্ন শপথ বাক্য দাঁড় করাতে পারিনি। আজ ও বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন ভাবে সাধু ও চলিত ভাষার মিশ্রণে গুরুচন্ডালী শপথ বাক্য পাঠ করানো হয়। ভাষাগত ভিন্নতার কথা না হয় বাদ দিলাম, প্রতিষ্ঠানভেদে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের তাদের শপথ বাক্যের মাঝেও রয়েছে বিস্তর পার্থক্য। মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে একরকম শপথ বাক্য, তো প্রাথমিক বিদ্যালয় গুলোতে অন্য রকম। আজ হঠাৎ নেট ঘাটতে ঘাটতে পেয়ে গেলাম, মাধ্যমিক স্তরের ছাত্রদের জন্য জাতীয় শপথ বাক্য যার সাথে আমাদের প্রাথমিক স্তরের পঠিত শপথ বাক্যের সামান্য পার্থক্য লক্ষ করলাম। যাইহোক মাধ্যমিক স্তরের শপথ বাক্যে কিছুটা সংযোজন হয়েছে পুর্বে এটি এমন ছিল-
“ আমি শপথ করিতেছি যে, মানুষের সেবায় সর্বদা নিজেকে নিয়োজিত রাখিব।
দেশের প্রতি অনুগত থাকিব।
দেশের একতা ও সংহতি বজায় রাখিবার জন্য সচেষ্ট থাকিব।
হে প্রভু আমাকে শক্তি দিন, আমি যেন বাংলাদেশের সেবা করিতে পারি,
বাংলাদেশকে একটি আদর্শ ও শক্তিশালী রাষ্ট্র হিসাবে গড়িয়া তুলিতে পারি- আমীন।”
বর্তমানে উপরোক্ত শপথ বাক্যের সাথে “অন্যায় ও দূর্নীতি করিব না, অন্যায় ও দূর্নীতিকে প্রশ্রয় দিবনা” এই কথাটি সংয়োজনের জ্ন্য বলা হয়েছে শিক্ষা মন্ত্রনালয়ে একটি নোটিসের মাধ্যমে।
সংশোধিত শপথ বাক্যটি নিম্ন রুপ-
“ আমি শপথ করিতেছি যে, মানুষের সেবায় সর্বদা নিজেকে নিয়োজিত রাখিব।
দেশের প্রতি অনুগত থাকিব।
দেশের একতা ও সংহতি বজায় রাখিবার জন্য সচেষ্ট থাকিব।
অন্যায় ও দূর্নীতি করিব না, অন্যায় ও দূর্নীতিকে প্রশ্রয় দিবনা
হে প্রভু আমাকে শক্তি দিন, আমি যেন বাংলাদেশের সেবা করিতে পারি,
বাংলাদেশকে একটি আদর্শ ও শক্তিশালী রাষ্ট্র হিসাবে গড়িয়া তুলিতে পারি- আমীন।”
শিক্ষা মন্ত্রনালয় কর্তৃক জারিকৃত নোটিশটি দেখতে চাইলে
এখানটাই যান আর ডাউনলোড করুন । এবার আমরা প্রাথমিক স্তরে ব্যবহৃত জাতীয় শপথ বাক্যটি ভাল করে জানব। শপথ বাক্যটি নিম্নরুপ-
“ আমি শপথ করিতেছি যে, মানুষের সেবায় সর্বদা নিজেকে নিয়োজিত রাখিব।
দেশের প্রতি অনুগত থাকিব। স্বধর্মের বিধি-বিধান মানিয়া চলিব।
দেশের একতা ও সংহতি বজায় রাখিবার জন্য সচেষ্ট থাকিব।
হে প্রভু আমাকে শক্তি দিন, আমি যেন বাংলাদেশকে একটি আদর্শ ও শক্তিশালী রাষ্ট্র হিসাবে গড়িয়া তুলিতে পারি- আমীন।
আমরা সকলে এক বাংলাদেশের নাগরিক। নাগরিক হিসাবে সকলের কি এক ও অভিন্ন শপথ বাক্য থাকতে পারেনা? এপ্রশ্ন রইল আমারদের দেশের কর্ণধারগনের নিকট। সবাই ভাল থাকবেন। আল্লাহ্ হাফেজ।
1 comment:
এ শপথের ইংরেজি অর্থ টা কি হবে?
Post a Comment