আর একজন মহান নেতার স্বাধীনতার ঘোষনা পত্র পাঠ, সংগ্রহে রাখুন এখনই হয়ত কোন সময় কাজে আসতে পারে। - জীবন গড়ি প্রযুক্তির সুরে ♫

Infotech Ad Top new

Infotech ad post page Top

আর একজন মহান নেতার স্বাধীনতার ঘোষনা পত্র পাঠ,  সংগ্রহে রাখুন এখনই হয়ত কোন সময় কাজে আসতে পারে।

আর একজন মহান নেতার স্বাধীনতার ঘোষনা পত্র পাঠ, সংগ্রহে রাখুন এখনই হয়ত কোন সময় কাজে আসতে পারে।

Share This
বাংলাদেশের স্বাধীনতা ও তার ঘোষনা নিয়ে আমাদের দেশে আলোচনা, গবেষনা, তর্ক -বিতর্ক যেটাই বলেন না কেন, কোনটাই বোধ করি কম হয়নি আমাদের এই বঙ্গ রাজ্যে। আমাদের দুর্ভাগ্য যে, আমরা আজও এনিয়ে কোন উপসংহারে পৌছাতে পারিনি। তবে ইতিহাঁস কারো প্রতি আনুকুল্য দেখায় না। সে একদিন ঠিকই যার যার স্থান তাকে দিয়ে দেবে। আমরা আর মিছে-মিছি তর্কে যাব না। শুধ এটুকু বলতে পারি যে, তারা দুজনেই আমাদের বাংলাদেশের ইতিহাসের একটি অবিচ্ছেদ্য অংশ। যে অংশের কোনটুক বাদ বা সংযোজন এই দুই নেতার অবমুল্যায়ন করা ছাড়া আর কিছুই নয়। ইনফোটেকলাইফ.কম এর পক্ষ থেকে আজ আপনাদের সামনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সেই স্বাধীনতার ঘোষণা পত্রটি আপানাদের সামনে হুবহু তুলে ধরলাম।

“ This is Swadhin Bangla Betar Kendra. I, Major Ziaur Rahman, at the direction of Bango Bondhu Mujibur Rahman, hereby declare that the independent People’s Republic of Bangladesh has been established. At his direction, I have taken command as the temporary head of the republic. In the name of Sheikh Mujibur Rahman, I call upon all Bengalis to rise against the attack by the west Pakistani Army. WE shall fight to the last to free our motherland. By the grace of Allah, victory is ours. Joy Bangla.


অনুবাদ: “আমি,মেজর জিয়া, বাংলাদেশ লিবারেশন আর্মির প্রাদেশিক কমাণ্ডার-ইন-চিফ, শেখ মুজিবর রহমানের পক্ষে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করছি। আমি আরো ঘোষণা করছি যে, আমরা শেখ মুজিবর রহমানের অধীনে একটি সার্বভৌম ও আইনসিদ্ধ সরকার গঠন করেছি যা আইন ও সংবিধান অনুযায়ী কর্মকাণ্ড চালিয়ে যেতে প্রতিজ্ঞাবদ্ধ। আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে আমাদের সরকার জোট-নিরপেক্ষ নীতি মেনে চলতে বদ্ধপরিকর। এ রাষ্ট্র সকল জাতীর সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখবে এবং বিশ্বশান্তির জন্য প্রচেষ্টা অব্যাহত রাখবে। আমি সকল দেশের সরকারকে তাদের নিজ নিজ দেশে বাংলাদেশের নৃশংস গণহত্যার বিরুদ্ধে জনমত গড়ে তোলার আহ্বান জানাচ্ছি। শেখ মুজিবর রহমানের সরকার একটি সার্বভৌম ও আইনসম্মত সরকার এৰং বিশ্বের সকল গণতান্ত্রিক রাষ্ট্রের স্বীকৃতি পাবার দাবিদার।”

উপরের উপরের ঘোষনাটি অডিও তে শুনতে চাইলে প্লে বাটনে ক্লিক করুন।  ডাউনলোড করতে চাইলে, YouTube অপশনে ক্লিক করুন। নতুন উইন্ডো ওপেন হলে https://www.youtube.com/watch?v=jW8swcw2Wr8 এই রকম টাইপের এড্রেস দেখতে পাবেন।''www. এর পরে ss যোগ করুন। অর্থাৎ https://www.ssyoutube.com/watch?v=jW8swcw2Wr8  লিখুন এবং  Enter  বাটন চাপুন। কিছুক্ষন পর ডাউনলোড করতে পারবেন। 

No comments:

Post a Comment

Infotech Post Bottom Ad New

Pages