অভ্র কী-বোর্ড সফটওয়ারে বিজয় কী-বোর্ড লে-আউটে লেখার সুবিধা নেই। এটা হয়ত বা অভ্র প্রেমীদের অতিমাত্রায় বিজয় বিদ্বেষের কারন হতে পারে। কিন্তু মাতৃভাষায় কম্পিউটারে বাংলা লেখার ক্ষেত্রে শ্রদ্বেয় স্যার মোস্তফা জব্বারের বিজয় একসময় অপ্রতিদন্দী ও অগ্রদুত ছিল। সে কথা বোধ করি বিজয় এর সবচেয়ে বড় নিন্দুক ও একবাক্যে স্বীকার করতে বাধ্য হবেন। আমরা যারা প্রফেসনাল বাংলা লিখতে অভ্যস্থ তাদের অধিকাংশই বিজয় কী-বোর্ড দিয়ে লিখি।এখন যেহেত বিজয় ২০১২, ২০১৪, ২০১৫ দিয়ে ইউনিকোডেও লেখা যায় তাই আর এখন আগের মত লেখা পরিবর্তন হয়ে যাওয়ার ভয় নেই। বিভিন্ন অফিস আদালতে এখনও কম্পিউটারে বাংলা লেখার জন্য বিজয়ের জুড়ি নেই। তাই বলে অভ্রতে লিখার স্বাদ হতে আপনি বঞ্চিত হবেন কেন? ভয় নেই আপনাকে আর কষ্ট করে নতুন কী-বোর্ড লে-আউট মুখস্থ করতে হবে না। এখন অভ্রতে ও আপনি বিজয় কী-বোর্ড লে-আউটে লিখতে পারবেন। তবে সে জন্য আপনাকে একটু কৌশল অবলম্বন করতে হবে। ভয় নেই ইনফোটেকলাইফ আপনাদের পাশে আছে না? আমরা আপনাকে সেই কৌশল শিখিয়ে দেব। তো আসুন কাজে নেমে পড়ি।
প্রথমে সফটটি এখান থেকে ডাউনলোড করে নিন। ডাউনলোড শেষ হলে, সফট্ওয়ারটি আর দশটা সফটওয়ার যেভাবে ইনস্টল করেন সেভাবে ইনস্টল করুন। এখন এখান থেকে বিজয় কী-বোর্ড লে-আউট নামক প্লাগিনটি ডাউনলোড করে নিন। এখন জিপ বা রার ফাইলটি খুলুন আর ডাবল ক্লিক করে প্লাগিনটি ইন্সটল করে নিন। এবার আপনার কম্পিউটার টি রিস্টার্ট করুন। রিস্টার্ট হলে নীচের দেখানো মত ক্লিক করুন আর দেখুন
![]() |
চিত্র-১ |
![]() |
চিত্র-২ |
No comments:
Post a Comment